এক্সপ্লোর
Weekly Astrology (23-29 June, 2024): হাতে আসবে টাকা, চাকরির যোগ; নতুন সপ্তাহে ভাগ্য খুলতে চলেছে কোন কোন রাশির ?
Weekly Horoscope (23-29 June, 2024) : মেষ থেকে মীন রাশি, এ সপ্তাহে কী আছে এই রাশির জাতকদের ভাগ্যে ?
সাপ্তাহিক রাশিফল 23 to 29 june 2024
1/12

মেষ রাশি (Mesh Rashi)- মেষ রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে আর্থিক অবস্থা মজবুত করতে দৌড়ঝাঁপ করতে হবে বেশি। ভাগ্য ভাল না থাকায় এ সপ্তাহে আপনাকে কর্মের ওপর বেশি জোর দিতে হবে। বেশি পরিশ্রম করতে হবে। যেসব ছাত্র-ছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের আলস্য ত্যাগ করতে হবে। সপ্তাহের মধ্যভাগে পারিবারিক কোনও সমস্যা নিয়ে আপনি চিন্তায় থাকবেন। বাড়ির কোনও বড় সদস্য অসুস্থ হয়ে পড়তে পারেন। হঠাৎ করে জমি-বাড়ির সমস্যায় পড়তে পারেন। চাকরিজীবীদের দীর্ঘ বা ছোট যাত্রা করতে হতে পারে। নিজের কাজে অবহেলা করবেন না। অন্যথা, ভুলের কারণে বসের কথা শুনতে হতে পারে।
2/12

বৃষ রাশি (Brisha Rashi)- এ সপ্তাহ বৃষ রাশির জাতকদের মিশ্রভাবে কাটবে। যদি আপনি ব্যবসা করে থাকেন, তাহলে এ সপ্তাহে আপনাকে তাড়াহুড়োতে সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচতে হবে। অন্যথা, লাভের জায়গায় ক্ষতির সম্ভাবনা আছে। একইভাবে আপনাকে, জমি-বাড়ি ও আর্থিক লেনদেনের ব্যাপারেও সাবধানে থাকতে হবে। এ সপ্তাহে আপনাকে ধনসম্পত্তির পাশাপাশি স্বাস্থ্য নিয়েও খুব সতর্ক থাকতে হবে। সপ্তাহের শুরুতেই আপনি মরসুমি রোগের শিকার হতে পারেন। যে কারণে আপনার পরিকল্পিত কাজ বিগড়ে যেতে পারে। নিজের খাওয়া-দাওয়ায় খেয়াল রাখুন। সন্তানের কোনও বিষয়ে আপনার চিন্তা হতে পারে। প্রেম ও বিবাহিত জীবন সুন্দর করে রাখতে নিজের ব্যবহার ভাল করুন। সপ্তাহের শেষভাগে কেরিয়ার ও ব্যবসা সংক্রান্ত সমস্যার সমাধান মিলতে পারে।
Published at : 23 Jun 2024 08:41 PM (IST)
আরও দেখুন






















