এক্সপ্লোর
Auto Expo 2023: এই দিন শুরু হচ্ছে দেশের সবথেকে বড় গাড়ির মেলা, কোথায় হচ্ছে ! কীভাবে যাবেন এক্সপোতে ?
Car News:দুই বছরের ব্যবধানের পর আগামী বছর আয়োজন হতে চলেছে মেগা অটোমোটিভ শো অটো এক্সপো 2023।
Kia cars
1/10

দুই বছর কোভিডের পর চলতি বছর আয়োজন হতে চলেছে মেগা অটোমোটিভ শো অটো এক্সপো 2023। ভারতে, সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) এই অনুষ্ঠানের আয়োজন করে। এই মোটর শোতে অনেক নতুন গাড়ি, বাইক, কনসেপ্ট কারসহ বাণিজ্যিক গাড়ি দেখানো হবে। বিশেদে জানতে নিচে দেখে নিন।
2/10

অটো এক্সপো 2023 আগের মতো ইন্ডিয়া এক্সপো মার্টে অনুষ্ঠিত হবে, যা উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার জেপি গল্ফ কোর্সের কাছে। এর সঙ্গে অটো কম্পোনেন্ট ইন্ডাস্ট্রি দিল্লির প্রগতি ময়দানে অটো এক্সপো-কম্পোনেন্ট শো আয়োজন করবে।
Published at : 06 Jan 2023 04:47 PM (IST)
আরও দেখুন






















