এক্সপ্লোর
Auto Expo 2025 : এক চার্জে ৫৬৭ কিমি, দারুণ বৈশিষ্ট্য সহ এল BYD সিলিয়ন
BYD Sealion 7 Pure Performance eSUV-এর রেঞ্জ 567 কিমি। 17 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে এই গাড়িতে।
একবার চার্জ করলে সাড়ে ৫০০ কিমির বেশি যাবে ?
1/6

BYD ইন্ডিয়া একটি নতুন বৈদ্যুতিক SUV নিয়ে এসেছে। ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে বিপ্লব ঘটিয়েছে এই গাড়ি। BYD Sealion 7 SUV অটো এক্সপো 2025-তে পেশ করা হয়েছে। এই সম্পূর্ণ ইলেকট্রিক SUV-র বুকিংও শুরু হয়েছে।
2/6

BYD Sealion 7 Pure Performance eSUV-এর রেঞ্জ 567 কিমি। 17 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে এই গাড়িতে। BYD-র এই বৈদ্যুতিক SUV কোম্পানির ইন্টেলিজেন্ট টর্ক অ্যাডাপ্টেশন কন্ট্রোল (iTAC) এবং CTB (সেল থেকে বডি) ব্যবহার করে।
Published at : 19 Jan 2025 03:55 PM (IST)
আরও দেখুন






















