এক্সপ্লোর
Car Registration: গাড়ির RC-তে মোবাইল নম্বর লিঙ্ক করানো নেই ? এই সমস্যায় পড়তে পারেন আপনিও
Car Registration Certificate: ভারতে যে কেউ গাড়ি কিনতে পারেন কিন্তু গাড়ি চালানোর জন্য প্রয়োজন হয় সরকারি অনুমোদনের। এর জন্য লাগে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এর সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা জরুরি।
গাড়ির আরসির সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না করালে কী হবে ?
1/9

ভারতে যে কেউ গাড়ি কিনতে পারেন কিন্তু ভারতের রাস্তায় গাড়ি চালানোর জন্য প্রয়োজন হয় সরকারি অনুমোদনের।
2/9

একে বলা হয় গাড়ির নিবন্ধনের শংসাপত্র বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই শংসাপত্রের সঙ্গে আপনার গাড়ির সমস্ত তথ্য যুক্ত থাকে।
3/9

আর তাই এই সার্টিফিকেটে একটি ভুল হলে আপনি বড় সমস্যায় পড়তে পারেন। আপনার মোবাইল নম্বর কি গাড়ির আরসির সঙ্গে যুক্ত করা আছে ?
4/9

অনেকেই এই বিষয়ে নজর দেন না, আপনার মোবাইল নম্বর আরসির সঙ্গে লিঙ্ক না করা থাকলে আপনি সমস্যায় পড়তে পারেন।
5/9

এর জন্য আপনার গাড়ির নামে ই-চালান কাটা হলে আপনি এর তথ্য জানতে পারবেন না। ফলে সময়মত সেই চালান শোধ করতেও পারবেন না।
6/9

আর এই কারণে দেরিতে শোধ করার জন্য আপনাকে আরও বেশি জরিমানা দিতে হবে। আর মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে ওটিপি ভিত্তিক পরিষেবাও পাবেন না।
7/9

ঠিকানা পরিবর্তন, গাড়ি স্থানান্তর করা ইত্যাদি কাজের সময় রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যায়।
8/9

তাছাড়া গাড়ির বিমার মেয়াদ শেষ হয়ে গেলে, ফিটনেস রিনিউয়ালের সময় এসে গেলে এই সম্পর্কিত তথ্য আপনি আপনার নম্বরে পাবেন না।
9/9

এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সঙ্গে নিজের মোবাইল নম্বর লিঙ্ক করাতে চাইলে আপনাকে পরিবহন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল https://parivahan.gov.in/parivahan -এ যেতে হবে।
Published at : 03 May 2025 04:30 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















