এক্সপ্লোর
Hyundai Exter: কমপ্যাক্ট এসইউভির আদর্শ গাড়ি, হুন্ডাই এক্সটারেও রয়েছে খামতি, দেখে নিন ছবি
Hyundai Exter
1/8

হ্যাচব্যাক ক্রেতাদের রেখে আনা হয়েছিল এই গাড়ি। যেখানে হ্যাচব্যাকের দৈর্ঘ্য কমপ্যাক্ট এসইউভি পাবেন ক্রেতারা। হুন্ডাই এক্সটার সেই সবের সংমিশ্রণ।
2/8

এর মিডিয়া ড্রাইভে আমরা গাড়িটি দেখে মোটামুটি মুগ্ধ হয়েছিলাম। কিন্তু এই নতুন হুন্ডাইয়ের এই গাড়ির বিষয়ে ভাল করে রিভিউ করতে কয়েক মাস দীর্ঘ পরীক্ষা প্রয়োজন ছিল। পরে নীল AMT সংস্করণ পয়েই আমরা রিভিউ শুরু করি। এই রঙে এক্সটারকে কিছুটা বক্সি হলেও আকর্ষণীয় দেখায়। আমরা এই গাড়ি দেখে ভেন্যুর ছোট ভার্সন বলেত পারব না। এর নিজস্ব ব্যক্তিত্ব ও আদল রয়েছে।
Published at : 09 Apr 2024 01:17 PM (IST)
আরও দেখুন






















