এক্সপ্লোর
Mahindra BE Rall E Concept: বৈদ্যুতিক গাড়িতে চমক মাহিন্দ্রার! সামনে এল Rall E
Mahindra Electric Vehicle: অতিরিক্ত টায়ারের জন্য রয়েছে রুফ মাউন্টেড ক্যারিয়ার, রয়েছে অতিরিক্ত ব্যাটারি প্যাক। আর কী কী রয়েছে?

নিজস্ব চিত্র
1/10

বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন চমক গাড়ি প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রার। ভারত মবিলিটি গ্লোবাল এক্সপো (Bharat Mobility Expo)-তে সামনে এল মাহিন্দ্রার এই নতুন গাড়ি- যার নাম Mahindra BE Rall E Concept. BE 05 কনসেপ্টের উপর অফ-রোড রেসার এই Rall E.
2/10

BE.05 ক্যুপ-এর মতো SUV এর উপর নির্ভর করে তৈরি হয়েছে Rall E. লুক-এর দিক থেকে বেশ কিছু বদল আনা হয়েছে- রয়েছে অফ-রোড টাচ।
3/10

গোলাকার হেডল্যাম্প রয়েছে এই ভার্সনে। রয়েছে নতুন লাইটিং DRL. বাম্পারে রয়েছে ক্ল্যাডিং। এই ভার্সানে রয়েছে বড় আকারের অফ-রোড টায়ার এবং জ্যাকড আপ স্টান্স।
4/10

BE.05 - কনসেপ্টের থেকে একটু আলাদা হতে পারে বাম্পার এবং টেইল-ল্যাম্প (Tail-Lamps), অফ-রোডিংয়ের দিকে লক্ষ্য রেখেই এমনটা করা হয়েছে।
5/10

অতিরিক্ত টায়ারের জন্য রয়েছে রুফ মাউন্টেড ক্যারিয়ার, রয়েছে অতিরিক্ত ব্যাটারি প্যাক। যাতে হঠাৎ চার্জ ফুরিয়ে যাতে মাঝরাস্তায় আটকে পড়তে না হয়। গাড়িটির রঙের দিকেও লক্ষ্য রাখা হয়েছে- বেশ চমকপ্রদ রয়েছে গাড়িটির রং।
6/10

অন্দরসজ্জার দিকেও ভালমতো খেয়াল রাখা হয়েছে। অফ-রোড ভাইবসের সঙ্গে তাল মিলিয়ে করা হয়েছে অন্দরসজ্জা। কেবিনের লুক-ফিল এবং আপহোলস্টারিতেও বদল আনা হয়েছে।
7/10

বৈদ্যুতিক এসইউভি এবং স্ট্যান্ডার্ড BE.05 SUV এই দুটিই BE- রেঞ্জের মধ্যে থাকবে যখন আগামী বছরের মধ্যেই এটি ভারতের বাজারে আসবে।
8/10

BE-রেঞ্জে শুধুমাত্র বৈদ্যুতিক SUV-ই অন্তর্গত হবে। অন্যদিকে XUV-রেঞ্জের মধ্যেও অন্যান্য বৈদ্যুতিক SUV রয়েছে।
9/10

মাহিন্দ্রার অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড থর (Thar)-এও বৈদ্যুতিক ভার্সন আসতে পারে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি শো-তে এমন বৈদ্যুতিক থর-এর কনসেপ্ট দেখানো হয়েছে।
10/10

ভারতের গাড়ির দুনিয়ায় কবে, কতটা অগ্রগতি হয়েছে তার আভাস মেলে এই ভারত মবিলিটি গ্লোবাল এক্সপো (Bharat Mobility Global Expo)-তে। নয়া ডিজাইন থেকে শুরু করে গাড়ির দুনিয়ায় নতুন প্রযুক্তির আবিষ্কার। ভবিষ্যতে কী ধরনের গাড়ি তৈরি হতে চলেছে বা তৈরি করার চেষ্টা চলছে তার আভাস মেলে এখানে। এই বছর ১ থেকে ৩ ফেব্রুয়ারি রয়েছে এই অটো-এক্সপো। এই বছর অন্তত ৮০০ জন প্রদর্শক এসেছেন এখানে। ভিড় জমিয়েছিলেন বহু উৎসাহী।
Published at : 05 Feb 2024 05:26 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
