এক্সপ্লোর
Maruti Alto K10: ছোট গাড়ি ঘিরে বড় প্রত্যাশা, দেখে নিন মারুতির এই গাড়ির অ্যাডভান্টেজ
Maruti Alto K10 : দীর্ঘ হুইলবেসের জন্য আরও বেশি জায়গা পাওয়া যাচ্ছে গাড়িতে। নতুন Alto K10 অনেক বেশি প্রশস্ত। চার আসনের গাড়ি হিসাবে সেরা লেগরুম রয়েছে গাড়িতে।
Maruti Alto K10
1/8

নতুন হার্টেক্ট প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে Alto K10। এখন আগের মডেলের তুলনায় লম্বা ও নতুন ডিজাইনের ভাষা তৈরি করেছে কোম্পানি। যে কারণে আরও স্পোর্টি দেখাচ্ছে গাড়ি।
2/8

দীর্ঘ হুইলবেসের জন্য আরও বেশি জায়গা পাওয়া যাচ্ছে গাড়িতে। নতুন Alto K10 অনেক বেশি প্রশস্ত। চার আসনের গাড়ি হিসাবে সেরা লেগরুম রয়েছে গাড়িতে। বুট স্পেস এখানে পাবেন ২১৪ লিটারের। ছোট গাড়ি হলেও এখানে স্মার্ট বুটস্পেস ব্যবহার করা হয়েছে।
Published at : 28 Aug 2022 01:04 PM (IST)
আরও দেখুন






















