এক্সপ্লোর
Mini Countryman SUV 2024: ভারতে শীঘ্রই লঞ্চ করবে নতুন মিনি কান্ট্রিম্যান SUV 2024 , দেখে নিন ছবি
Mini Countryman SUV 2024
1/6

আমরা ভারতে ইলেকট্রিক মিনি বিক্রি দেখেছি কিন্তু এখন নতুন প্রজন্মের ইলেকট্রিক মিনি কান্ট্রিম্যান 24 জুলাই ভারতে আসছে। এটি নতুন প্রজন্মের সংস্করণ যা আরও বড় ও চওড়া। আগের লুক বজায় রেখে পুরনো জেনারেশনের মডেলের তুলনায় আরও বেশি পেশিবহুল মডেল নিয়ে এসেছে।
2/6

যদি আমরা আকারের কথা বলি তাহলে দেখতে পাব, এর দৈর্ঘ্য 4,433 এমএম, প্রস্থ 1,843 এমএম এবং উচ্চতা 1,656 এমএম। হুইলবেসও 2,692 এমএম বাড়ানো হয়েছে। থার্ড জেনারেশন কান্ট্রিম্যান হল সবচেয়ে বড় মিনি। এতে আপনি ঢালু ছাদে সি-পিলারের মত কিছু আকর্ষণীয় ডিজাইন দেখতে পাবেন, যা স্পষ্টতই আকারে বড়।
Published at : 25 Jun 2024 12:50 PM (IST)
আরও দেখুন






















