এক্সপ্লোর
Tata Tiago EV: টাটা'র নতুন ইলেকট্রিক গাড়ি Tiago, দাম শুরু হচ্ছে ১০ লক্ষেরও কমে
Electric Vehicle- টাটা সংস্থার নতুন এন্ট্রি লেভেল ইলেকট্রিক গাড়ি Tiago মডেলের সঙ্গে বেশ কিছু মিল রয়েছে Tata Tigor EV- র।
টাটা কোম্পানির নতুন ইলেকট্রিক গাড়ি
1/10

ভারতে প্রথমবারের জন্য এমন একটি ইলেকট্রিক গাড়ি (EV) লঞ্চ হয়েছে যার দাম ১০ লক্ষ টাকারও কম। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Tata Tiago।
2/10

জানা গিয়েছে, এই গাড়ির দাম শুরু হচ্ছে ৮.৪৯ লক্ষ টাকা থেকে। তবে টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম ১১.৭৯ লক্ষ টাকা। আগামী বছর জানুয়ারি মাস থেকে এই গাড়ির ডেলিভারি শুরু হবে বলে জানা গিয়েছে।
Published at : 28 Sep 2022 09:40 PM (IST)
আরও দেখুন






















