এক্সপ্লোর
Ultraviolette F77 ইলেকট্রিক বাইক, বদলে দেবে টু-হুইলারের ভাষা, দেখে নিন ছবি
দেশে জ্বালানির দাম বৃদ্ধির জন্য় বেড়েই চলেছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। সাধারণ মানুষের এই চাহিদার কথা মাথায় রেখে তাই ইলেকট্রিক বাইকের দিকে ঝুঁকছ কোম্পানিগুলি।
Ultraviolette F77
1/7

দেশে জ্বালানির দাম বৃদ্ধির জন্য বেড়েই চলেছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। সাধারণ মানুষের এই চাহিদার কথা মাথায় রেখে তাই ইলেকট্রিক বাইকের দিকে ঝুঁকছে বড় কোম্পানিগুলি। পাশাপাশি নতুন স্টার্ট আপ কোম্পানিও নতুন বৈদ্যুতিক গাড়ি ও টু-হুইলার নিয়ে আসছে।
2/7

সেরকমই ব্যাঙ্গালোরের একটি স্টার্ট-আপ কোম্পানি আল্ট্রাভায়োলেট, ভারতীয় বাজারে F77 নামে একটি নতুন মডেলের বৈদ্যুতিক বাইক নিয়ে এসেছে। আল্ট্রাভায়োলেট F77 মডেলটি স্ট্যান্ডার্ড, রেকন ও স্পেশাল এডিশন নামে তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে।
Published at : 27 Nov 2022 12:27 AM (IST)
আরও দেখুন






















