এক্সপ্লোর
Upcoming SUVs : গাড়ির মেলার সেরা এসইউভি, শীঘ্রই আসছে ভারতের বাজারে
Auto : বড় গাড়ি চাইলে একটু অপেক্ষা করে যান। শীঘ্রই এই এসইউভিগুলি আসবে ভারতের বাজারে।
এই এসইউভিগুলি শীঘ্রই আসছে বাজারে।
1/7

সম্প্রতি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে অনেক নতুন SUV দেখিয়েছিল বিভিন্ন কোম্পানি। আরও কিছু আসতে চলেছে ২০২৫ সালেই। গাড়ির মেলার সেরা এসইউভিগুলি শীঘ্রই আসতে চলেছে ভারতের বাজারে। জেনে নিন, এদের নাম, বৈশিষ্ট্য ও দাম।
2/7

স্কোডা কোডিয়াক নতুন প্রজন্মের কোডিয়াকও ভারতে আসছে। এটি একটি নতুন ইন্টেরিয়র ও বর্তমান প্রজন্মের মডেলের থেকেও বড় আকার নিয়ে আসছে। নতুন Kodiaq একটি টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে AWDও পাবে। এর নতুন ইন্টেরিয়র আরও নতুন প্রযুক্তি সহ এসেছে।
Published at : 25 Jan 2025 10:47 AM (IST)
আরও দেখুন






















