এক্সপ্লোর
Aadhar Card Center: ১ লাখ খরচ করে মাসে ৪০ হাজার আয়, এই কার্ড থাকলেই পাবেন অনুমতি
aadhaar_card: পাশ করলে তবেই অনুমতি।আধার কার্ড হতে পারে আপনার বড় আয়ের উৎস ।
1/9

Aadhar Card Center: আধার কার্ড (AADHAAR Card)আর কেবল পরিচয়পত্র নয়। আজকের দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি সবেতেই লাগবে এই গুরুত্বপূর্ণ নথি। তাই কোনও না কোনও সময় আমাদের যেতে হয়েছে আধার কার্ড সেন্টারে (Aadhar Card Center)। আপনি কি জানেন, এই আধার কার্ড সেন্টারই হতে পারে আপনার বড় আয়ের উৎস ?
2/9

Aadhar Center License: পাশ করলে তবেই অনুমতি যেকেউ চাইলেই আধার কার্ড সেন্টার খোলার অনুমতি পাবেন না।আধার কার্ড কেন্দ্রের ফ্র্যাঞ্চাইজি লাইসেন্স(Aadhar Center License) নিতে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে। একটি আধার কার্ড কেন্দ্র (Aadhar Card Center) খুলতে সরকারের কাছ থেকে নিতে হবে অনুমতিপত্র।কেউ আধার কেন্দ্র খুলতে চাইলে তাঁকে UIDAI-এর পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলেই তিনি UIDAI সার্টিফিকেট পাবেন। শংসাপত্র পাওয়ার পরই কেউ আধার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের জন্য কমন সার্ভিস সেন্টার Common Service Center (CSC)-র জন্য আবেদন করতে পারবেন।
Published at : 15 Jan 2022 02:03 AM (IST)
আরও দেখুন


















