এক্সপ্লোর
Bad Road Condition : খারাপ রাস্তার কারণে দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন ? এখন এই মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারবেন অভিযোগ
Sameer App: আপনি প্রতিদিন হাঁটতে সমস্যায় পড়েন, তাহলে আর চিন্তা করার দরকার নেই। এবার এসে গেছে এই অ্যাপ, অভিযোগেই চটজলদি সমাধান।
রাস্তা খারাপ হলেই চটজলদি সমাধান..
1/6

Sameer App: বর্ষাকালে এরকম প্রায়শই দেখা যায় আপনার পাড়া বা কলোনিতে। গর্তে ভরা রাস্তায় দুর্ঘটনার সংখ্যা বাড়ে। আপনি প্রতিদিন হাঁটতে সমস্যায় পড়েন, তাহলে আর চিন্তা করার দরকার নেই। এবার এসে গেছে এই অ্যাপ, অভিযোগেই চটজলদি সমাধান।
2/6

যদি আপনার এলাকা বা কলোনির রাস্তা গর্তে ভরা থাকে এবং আপনাকে প্রতিদিন হাঁটতে সমস্যায় পড়তে হয়, তাহলে এখন চিন্তা করার দরকার নেই। এখন আপনি সরাসরি এই সমস্যাটি সরকারের কাছে পৌঁছে দিতে পারেন এবং তাও আপনার স্মার্টফোন থেকে। এর জন্য আপনাকে কোনও অফিসে যেতে হবে না, কেবল সমীর অ্যাপ নামে একটি সরকারি অ্যাপ ব্যবহার করুন।
Published at : 21 Jul 2025 10:00 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















