এক্সপ্লোর
Bank Account: ১৪ দিনের মধ্যে বন্ধ না করলে লোকসান ! জেনে নিন ব্যাঙ্কের এই নিয়ম
bank account update : নিয়ম না মানলে লোকসান হবে। আগেই সেরে ফেলুন ব্যাঙ্কের এই কাজ।
1/9

Closing Procedure of Bank Account: ব্যবহার না করলেও গুণতে হচ্ছে চার্জ। টাকার বোঝা বাড়াচ্ছে আপনার অপ্রয়োজনীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট। চাকরিতে বদলি বা অন্য কারণে এই অ্যাকাউন্টগুলি বন্ধ না করলে ভুল করছেন ! বছর শেষে এর জন্য লোকসান হবে আপনারই।
2/9

ব্যাঙ্কের নিয়ম অনুসারে, এই ধরনের অপ্রয়োজনীয় অ্যাকাউন্ট ব্যবহার না করলে তা সেভিংস অ্যাকাউন্টে(Saving Account) রূপান্তরিত হয়। ফলে এতে ন্যূনতম ব্যালেন্স (Minimum Balance) রাখার বিষয়টা বাধ্যতামূলক হয়ে পড়ে গ্রাহকের। অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না রাখলে অতিরিক্ত চার্জ দিতে হয় আপনাকে। বহুবার অজান্তেই আপনার টাকা কেটে নেই ব্যাঙ্কগুলি।এরকম পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি(Bank Accounts) বন্ধ করুন।
Published at : 08 Jan 2022 06:51 PM (IST)
আরও দেখুন





















