এক্সপ্লোর
Car Bike Insurance : গাড়ি বা বাইকের বিমা রিনিউ করাননি, জরিমানা ছাড়াও হবে জেল
Car Bike Insurance : ভারতে সব গাড়ি ও বাইক চালকদের জন্য মোটর ভেহিক্যাল অ্যাক্টের আওতায় কিছু নিয়ম তৈরি করা হয়েছে। সব চালককে এই নিয়মগুলি মেনে চলতে হবে।

গাড়ি , বাইকের বিমা রিনিউ করাননি ?
1/7

আপনি যদি বিমা ছাড়াই গাড়ি বা বাইক চালাতে গিয়ে ধরা পড়েন, তাহলে আপনাকে মোটর ভেহিক্যাল অ্যাক্ট 1988-এর আওতায় জরিমানা দিতে হতে পারে৷ সেই ক্ষেত্রে আপনার সাজা এমনকী জেল হতে পারে৷
2/7

ভারতে সব গাড়ি ও বাইক চালকদের জন্য মোটর ভেহিক্যাল অ্যাক্টের আওতায় কিছু নিয়ম তৈরি করা হয়েছে। সব চালককে এই নিয়মগুলি মেনে চলতে হবে। 1988 এর আওতায় এই ক্ষেত্রে থার্ড পার্টির বিমা থাকা বাধ্যতামূলক।
3/7

শুধু তাই নয়, আপনি যদি সময়মতো আপনার গাড়ি বা বাইকের বিমা রিনিউয়াল না করেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হতে পারে। এর সঙ্গে আপনার শাস্তিও হতে পারে। এই অবস্থায় আপনার সাজা বা শাস্তিও বাড়তে পারে।
4/7

মোটর ভেহিক্যাল অ্য়াক্ট 1988-এর অধীনে যদি আপনি বিমা ছাড়াই গাড়ি বা বাইক চালাতে গিয়ে ধরা পড়েন, তাহলে আপনাকে 2000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এর পাশাপাশি, আপনার 3 মাসের কারাদণ্ডও হতে পারে।
5/7

আপনি যদি দ্বিতীয়বার বিমা ছাড়া গাড়ি চালাতে ধরা পড়েন, তাহলে জরিমানা বাড়বে। প্রথমবার আপনাকে 2000 টাকা জরিমানা দিতে হবে, দ্বিতীয়বার আপনাকে 4000 টাকা দিতে হবে। এর পাশাপাশি ৩ মাসের জেলও হতে পারে।
6/7

সেজন্য পলিসি শেষ হওয়ার আগেই রিনিউ করা ভালো। অন্যথায়, আপনাকে জরিমানা দিতে হবে এবং জেলের সাজাও ভোগ করতে হতে পারে। এ ছাড়া আরও ক্ষতির মুখে পড়তে হতে পারে।
7/7

আপনার বাইক বা গাড়ির বিমা ছাড়াই কোনও দুর্ঘটনা ঘটলে সমস্য়া বাড়বে আপনার। একই অবস্থা হবে, আপনার বাইক বা গাড়ি চুরি হয়ে গেলে। এটি কোনও না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষেত্রে একটি বিমা পলিসি না থাকার কারণে আপনি বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারেন।
Published at : 16 Feb 2025 08:05 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
