এক্সপ্লোর
Eye Care Tips : ৩০ পেরোতেই চোখের সমস্যা শুরু ? এই ৮ পরামর্শ মানলেই পাবেন স্বস্তি
Eye Care Tips : চোখের সুরক্ষায় সহজ ও কার্যকরী উপায়গুলিতে মন দিন। এই টিপসগুলি সুস্থ চোখ বজায় রাখতে সাহায্য করে, যাতে আগামী দিনে আপনি পরিষ্কার দেখতে পাবেন।
অল্প বয়সেই খারাপ হবে চোখ ..
1/8

১. নিয়মিত চোখ পরীক্ষা করুন: সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য নিয়মিত চোখের পরীক্ষা করুন। আপনি চশমা না পরলেও এই পরীক্ষা আপনাকে গ্লুকোমা, ছানি, ম্যাকুলার ডিজেনারেশন এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো অবস্থার প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। এটি দৃষ্টিশক্তি হ্রাস রোধ করতে পারে ও দীর্ঘমেয়াদি চোখের স্বাস্থ্য নিশ্চিত করতে পারে। (ছবি: ক্যানভা)
2/8

২. সুষম খাদ্য খান: ভিটামিন এ, সি এবং ই সমৃদ্ধ খাবারের পাশাপাশি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক এবং লুটিন সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য দুর্দান্ত খাবর। পালং শাক, ব্রকলি, কেল, গাজর, সাইট্রাস ফল, বাদাম, বীজ এবং চর্বিযুক্ত মাছ আপনার চোখের জন্য অত্যন্ত উপকারী। এগুলি রেটিনাকে সাপোর্ট করে ও লেন্সের স্বচ্ছতা বজায় রাখে। (ছবি: Pinterest/BlendofBites)
Published at : 30 May 2025 06:09 PM (IST)
আরও দেখুন






















