এক্সপ্লোর
Blue Aadhaar Card: শিশুসন্তানের জন্য আধার প্রয়োজন? কী ভাবে হাতে পাবেন কার্ড?
Bal Aadhaar: ৫ বছরের নীচের নীচের শিশুদের জন্য এই আধার কার্ড ব্যবহার করা হয়।
নিজস্ব চিত্র
1/8

সরকারি পরিচয়পত্রগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল আধার। একাধিক সরকারি পরিষেবা পেতে গেলে আধার তথ্য প্রয়োজন হয়। সরকারি যে কোনও সুযোগ-সুবিধার জন্যও প্রয়োজন হয় আধার কার্ডের।
2/8

বিভিন্ন ক্ষেত্রেই পরিচয়পত্রের জন্য আধারের প্রয়োজন হয়। আধার তথ্য়ে কোনও ব্যক্তির নাম, বায়োমেট্রিক, জন্ম তারিখ সব তথ্য়ই একটি ইউনিক ১২ সংখ্যার আইডির সঙ্গে যুক্ত থাকে।
Published at : 22 Nov 2023 08:56 PM (IST)
আরও দেখুন






















