এক্সপ্লোর
Income Tax Rules: কত টাকা নগদ রাখা যায় ঘরে ? জানেন আয়কর বিভাগের নিয়ম ?
Cash kept at home: এখন ডিজিটাল দুনিয়াতে এসেও বেশ কিছু মানুষ ঘরেও অনেক টাকা ক্যাশ রেখে দেন। ইন্টারনেটের সমস্যার কারণে ডিজিটাল পেমেন্ট করতে সমস্যা হয়। বাড়িতে কত টাকা নগদ রাখা যায় ?

ছবি সৌজন্য- পিটিআই
1/10

এখন ডিজিটাল দুনিয়াতে এসেও বেশ কিছু মানুষ ঘরেও অনেক টাকা ক্যাশ রেখে দেন। ইন্টারনেটের সমস্যার কারণে ডিজিটাল পেমেন্ট করতে সমস্যা হয়। ছবি- পিটিআই
2/10

কিন্তু জানেন কি বাড়িতে কত টাকা নগদ রেখে দেওয়া যায় ? আয়কর বিভাগের সীমা অনুযায়ী কত টাকা বাড়িতে রাখা যায় ক্যাশ ? ছবি- পিটিআই
3/10

তবে কখনও আয়কর বিভাগের তরফ থেকে বাড়িতে হানা হলে, কত টাকা পাওয়া যায় আপনার কাছে তাঁর উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হয়। ছবি- পিটিআই
4/10

বাড়িতে নগদ রাখার কোনও নির্দিষ্ট বিধিনিষেধ সেভাবে নেই। তবে কেউ যদি আয়কর বিভাগের স্ক্যানারে আসেন, তাঁকে নগদের উৎস সম্পর্কে বিস্তৃত জানাতে হবে। ছবি- পিটিআই
5/10

এই সময় উৎস জানাতে ব্যর্থ হলে ১৩৭ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে আয়কর বিভাগ। ছবি- পিটিআই
6/10

আয়করের নিয় অনুসারে, নগদে ২০ হাজার টাকার বেশি লেনদেন করা নিষিদ্ধ বলেই গণ্য হয়। ছবি- পিটিআই
7/10

আবার ৫০ হাজার টাকার বেশি লেনদেনের জন্য প্যান নম্বর বাধ্যতামূলক। এমনই নিয়ম আয়কর বিভাগের। ছবি- পিটিআই
8/10

বছরে ৩০ লাখ টাকার বেশি সম্পদ কিনলে আয়করের নজর পড়তে পারে আপনার উপর। একই পরিমাণ বিক্রির ক্ষেত্রেও নজরে আসতে পারেন আপনি। ছবি- পিটিআই
9/10

কেউ যদি বাড়ি, জমি, কোনও সম্পত্তি কেনার সময় ২ লক্ষ টাকার বেশি নগদে লেনদেন করেন, তবে আয়কর বিভাগের স্ক্যানারে আসবেন তিনি। ছবি- পিটিআই
10/10

তবে বাড়িতে অতিরিক্ত নগদ পাওয়া গেলে যদি তাঁর উৎস প্রমাণ দেওয়া যায় সঠিকভাবে, তাহলে সেভাবে কোনও সমস্যায় পড়তে হবে না। ছবি- পিটিআই
Published at : 10 May 2024 05:27 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
