এক্সপ্লোর
Inverter Battery: এই এক ভুলে বিপদ ঘটাতে পারে বাড়ির ইনভার্টার ! থাকতে হবে সতর্ক
Inverter Battery Safety: অন্যান্য জিনিসের মত ইনভার্টারের যত্নও নিতে হবে আপনাকে। আর বিশেষ যত্ন নিতে হবে ইনভার্টারের ব্যাটারির।
এই কাজ করলে খারাপ হবে ইনভার্টারের ব্যাটারি
1/8

কোনও গুরুত্বপূর্ণ কাজ করছেন হয়ত আর তখনই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কাজের অনেক সমস্যা হয় এতে।
2/8

আর এই সমস্যার সমাধান করে দেয় ইনভার্টার। আজকালকার দিনে সব বাড়িতেই ইনভার্টার ব্যবহার করা হয়।
3/8

অন্যান্য জিনিসের মত ইনভার্টারের যত্নও নিতে হবে আপনাকে। আর বিশেষ যত্ন নিতে হবে ইনভার্টারের ব্যাটারির।
4/8

ইনভার্টারের ব্যাটারি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইনভার্টার পুরোটাই কাজ করা বন্ধ করে দেয়। এই ক্ষতি এড়াতে খেয়াল রাখতে হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
5/8

ইনভার্টার ব্যাটারি চার্জে রেখে দিলে এতে অতিরিক্ত চার্জ হয়ে যায়, ফলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়। এতে ব্যাটারির ভিতর থাকা রাসায়নিকের উপর নেতিবাচক প্রভাব পড়ে।
6/8

এর কারণেই ইনভার্টারের ব্যাটারির আয়ু অনেক কমে যায়। অনেকে এই বিষয়ে খেয়াল রাখেন না। আবার ব্যাটারিতে পাতিত জলের সীমা বজায় রাখাটাও জরুরি।
7/8

কারণ পাতিত জলের স্তর কমে গেলে ব্যাটারির প্লেটগুলি শুকিয়ে যেতে থাকে। মাসে একবার এই জলের স্তর পরীক্ষা করুন।
8/8

যখনই আপনি ইনভার্টারের ব্যাটারি চার্জ করবেন, কখনই স্থানীয় চার্জার বা কমদামি চার্জার দিয়ে চার্জ করবেন না। সবসময় ইনভার্টারের নিজস্ব চার্জার ব্যবহার করুন।
Published at : 06 Jun 2025 08:19 PM (IST)
View More
Advertisement
Advertisement






















