এক্সপ্লোর
Metro Rail: মেট্রোর দরজা বন্ধের মুখে জোর করে আটকে ভিতরে ঢোকেন ? কত জরিমানা হতে পারে জানেন ?
Metro Rules: মেট্রো রেলের গেট বন্ধ করতে বাধা দেওয়া অপরাধ। নিয়ম ভাঙলে জরিমানা। জেনে নিন কত টাকা জরিমানা হতে পারে।
মেট্রো রেলে এই নিয়ম ভাঙলে হবে মোটা জরিমানা
1/9

কলকাতা মেট্রো হোক বা দিল্লি মেট্রো, দুটিই আজ সাধারণ মানুষের কাছে লাইফলাইন হয়ে উঠেছে। প্রতিদিন প্রায় ৬০ লক্ষেরও বেশি মানুষ এতে সফর করেন।
2/9

ভিড় হোক বা গরম, মেট্রো-ই এখন মানুষকে সময় মতো তাদের গন্তব্যে পৌঁছে দেয়। মেট্রোতে প্রতিদিন এত বিপুল সংখ্যক মানুষ সফর করেন। এমতাবস্থায়, মেট্রো রেল কর্পোরেশন সফরের নিরাপত্তা ও আরামদায়ক করতে কিছু নিয়ম তৈরি করেছে।
3/9

এই নিয়ম প্রত্যেক যাত্রীকে অনুসরণ করতে হয়। অনেক সময় দেখা যায় যে ভিড় এবং তাড়াহুড়োর কারণে অনেকে মেট্রোর গেট বন্ধ হওয়ার সময় সেটি আটকানোর চেষ্টা করেন। কেউ কেউ হাত বা ব্যাগ ঢুকিয়ে দেন যাতে গেটটি আবার খুলে যায়।
4/9

কিন্তু এমনটা করলে আপনি বেশ বিপদে পড়তে পারেন। মেট্রোতে গেট বন্ধ হতে বাধা দেওয়াটা নিয়ম অনুযায়ী একটি অপরাধ। নিয়ম ভাঙলে জরিমানা করা হয়।
5/9

এছাড়াও, মেট্রোর গেট আটকালে অনেক সময় স্টেশনেই আপনাকে আটকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে। যদি আপনি ইচ্ছাকৃতভাবে মেট্রো গেট বন্ধ হতে বাধা দেন তবে আপনাকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
6/9

ডিএমআরসি আইনের অধীনে এটি একটি অপরাধ হিসাবে বিবেচিত হয়। কিছু ক্ষেত্রে, জরিমানার পরে আপনাকে স্টেশন স্টাফ ট্রেনের থেকে নামিয়েও দিতে পারে।
7/9

মেট্রোর গেট সেন্সর দ্বারা নিয়ন্ত্রিত হয়। গেট বন্ধ হওয়ার সময় কোনো বাধা আসলে তা সিস্টেমের ক্ষতি করতে পারে।
8/9

এর ফলে ট্রেনের প্রযুক্তিগত সমস্যা বাড়তে পারে। গেট সঠিক সময়ে বন্ধ না হলে ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়।
9/9

হাজার হাজার যাত্রীর অসুবিধা হয়। তাই গেট বন্ধ হলে অপেক্ষা করুন। পরের ট্রেন ধরুন। কোনো অবস্থাতেই তাড়াহুড়ো করে মেট্রোর গেট হাত, পা বা অন্য কিছু দিয়ে বন্ধ করতে বাধা দেবেন না, এমনটা করলে জরিমানা তো দিতে হবেই, তার সাথে আপনি অন্যদের জীবনও বিপন্ন করতে পারেন।
Published at : 18 Jul 2025 09:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























