এক্সপ্লোর
Metro Rail: মেট্রোর দরজা বন্ধের মুখে জোর করে আটকে ভিতরে ঢোকেন ? কত জরিমানা হতে পারে জানেন ?
Metro Rules: মেট্রো রেলের গেট বন্ধ করতে বাধা দেওয়া অপরাধ। নিয়ম ভাঙলে জরিমানা। জেনে নিন কত টাকা জরিমানা হতে পারে।
মেট্রো রেলে এই নিয়ম ভাঙলে হবে মোটা জরিমানা
1/9

কলকাতা মেট্রো হোক বা দিল্লি মেট্রো, দুটিই আজ সাধারণ মানুষের কাছে লাইফলাইন হয়ে উঠেছে। প্রতিদিন প্রায় ৬০ লক্ষেরও বেশি মানুষ এতে সফর করেন।
2/9

ভিড় হোক বা গরম, মেট্রো-ই এখন মানুষকে সময় মতো তাদের গন্তব্যে পৌঁছে দেয়। মেট্রোতে প্রতিদিন এত বিপুল সংখ্যক মানুষ সফর করেন। এমতাবস্থায়, মেট্রো রেল কর্পোরেশন সফরের নিরাপত্তা ও আরামদায়ক করতে কিছু নিয়ম তৈরি করেছে।
Published at : 18 Jul 2025 09:00 AM (IST)
আরও দেখুন


















