এক্সপ্লোর
PPF Closure : মেয়াদশেষের আগে PPF অ্যাকাউন্ট বন্ধ করতে চান, কী আছে নিয়ম
Provident Fund: মেয়াদপূরণের আগেও বন্ধ করতে পারেন পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)। সেই ক্ষেত্রে মেনে চলতে হবে কিছু নির্দিষ্ট শর্ত।
Money
1/9

মেয়াদপূরণের আগেও বন্ধ করতে পারেন পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)। সেই ক্ষেত্রে মেনে চলতে হবে কিছু নির্দিষ্ট শর্ত। জেনে নিন, কী সেই নিয়মাবলী।
2/9

আপনি এতে ভাল রিটার্ন ও ট্যাক্স সেভিংয়ের সুবিধা পাবেন। যে কারণে পিপিএফ-এ বিনিয়োগকারীর সংখ্যা বেড়েই চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফে, পিপিএফ-এ বর্তমানে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
3/9

পিপিএফ অ্যাকাউন্ট পোস্ট অফিসে বা যেকোনওব্যাঙ্কের শাখায় খোলা যেতে পারে। প্রতি বছর PPF অ্যাকাউন্টে সর্বনিম্ন ৫০০ টাকা সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা জমা করা যেতে পারে।
4/9

PPF অ্যাকাউন্টহোল্ডার বছরে PPF অ্যাকাউন্ট থেকে ৫০ শতাংশ টাকা তুলতে পারবেন। PPF অ্যাকাউন্ট প্রথম ৬ বছরের জন্য সম্পূর্ণরূপে লক করা থাকে।
5/9

যদি কোনও ব্যক্তিকে ২০২০-২০২১ আর্থিক বছরে বিনিয়োগ শুরু করতে হয়, তবে তিনি জরুরি পরিস্থিতিতে ২০২৫-২০২৬ এর পরেই টাকা তুলতে পারবেন। সময়ের আগে টাকা তুলে নিলেও আপনাকে কোনও কর দিতে হবে না।
6/9

যদি পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদপূর্তির আগে অ্যাকাউন্টধারীর মৃত্যু হয়, তবে 7 বছরের এই শর্তটি অ্যাকাউন্টহোল্ডারের মনোনীত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। নমিনি যেকোনও সময় টাকা তুলতে পারবেন।
7/9

অনেক সময় গ্রাহকরা ১৫ বছরের আগেও তাদের পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। যদি অ্যাকাউন্টধারক বা নির্ভরশীলদের জীবন-হুমকির অসুস্থতা থাকে বা উচ্চ শিক্ষার জন্য অর্থের প্রয়োজন হয় তবে পিপিএফ অ্যাকাউন্ট অকালে বন্ধ হয়ে যেতে পারে।
8/9

যদি মেয়াদপূর্তির আগে এটি বন্ধ করা হয়, তাহলে খোলার তারিখ থেকে বন্ধ হওয়ার তারিখ পর্যন্ত ১ শতাংশ সুদ কেটে নেওয়া হয়।
9/9

আপনি সময়ের আগেই পিপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। এর জন্য আপনাকে ফর্ম সি জমা দিতে হবে। এই ফর্ম পোস্ট অফিস ও ব্যাঙ্কে পাওয়া যায়। ফর্মে, আপনাকে অ্যাকাউন্ট নম্বর ও আপনি যে পরিমাণ টাকা তুলতে চান তা পূরণ করতে হবে।
Published at : 28 Dec 2022 05:18 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















