এক্সপ্লোর
Small Saving Schemes: সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ নিয়ে বড় খবর ! ১ জুনেই আসতে পারে সুসংবাদ
Small Saving Schemes: অ্যাকাউন্টে আসতে পারে আরও টাকা, শীঘ্রই সুখবর !
1/10

NSC, PPF, সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা রাখলে আপনার জন্য আসতে পারে দারুণ সুখবর। এবার থেকে একই টাকা জমিয়ে আরও বেশি সুদ পেতে পারেন আপনি।
2/10

সরকারের স্বল্প সঞ্চয় প্রকল্প নিয়ে জুনের শেষে আসতে পারে সুখবর। কারণ, প্রতি ত্রৈমাসিক শুরুর আগে সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করে অর্থমন্ত্রক।
3/10

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট বাড়ানোর পরেই সুদের হার বাড়িয়েছে একাধিক ব্যাঙ্ক। স্থায়ী আমানতের সুদের হার বাড়ানোর পাশাপাশি বেশকিছু সুবিধা দিতে শুরু করেছে এই ব্যাঙ্কগুলি।
4/10

এই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত তথা বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে সমতা বজায় রাখতে ১ জুলাই থেকে এই সরকারি সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়াতে পারে অর্থমন্ত্রক।
5/10

আগে 4 মে, RBI রেপো রেট 40 বেসিস পয়েন্ট বাড়িয়ে 4.40 শতাংশ করেছে। মনে করা হচ্ছে, জুনের শেষে নতুন করে দেশের আর্থিক নীতি পর্যালোচনা করবে রিজার্ভ ব্যাঙ্ক।
6/10

বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে PPF-এ সুদের হার বছরে ৭.১ শতাংশ, NSC-তে বছরে 6.8 শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
7/10

সেখানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ দেওয়া হচ্ছে 7.6 শতাংশ। পাশাপাশি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদ রয়েছে 7.4 শতাংশ, কিষাণ বিকাশপত্রে 6.9 শতাংশ সুদ পাচ্ছেন বিনিয়োগকারীরা৷
8/10

অন্যদিকে, এক বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে 5.5 শতাংশ সুদের হার পাওয়া যায়।
9/10

এক থেকে পাঁচ বছরের স্থায়ী আমানতে 5.5-6.7 শতাংশ হারে সুদ দিচ্ছে সরকার।
10/10

যেখানে পাঁচ বছরের ডিপোজিট স্কিমে 5.8 শতাংশ সুদ দেওয়া হচ্ছে। আপাতত জুনের দিকে তাকিয়ে বিনিয়োগকারীরা।
Published at : 28 May 2022 01:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















