QR Code On Medicines: কীভাবে বুঝবেন ওষুধের আসল-নকল ? এই উপায়ে পাবেন সমাধান
By : abp ananda | Updated at : 08 Jun 2022 06:45 PM (IST)
Medicines
1/8
নামী মেডিক্যাল স্টোরেও পেতে পারেন নকল ওষুধ। নিজেই ধরে ফেলতে পারবেন জাল ওষুধের কারবার। কেবল এই কাজ করলেই আপনার ওষুধ আসল না নকল চিনতে পারবেন। জেনে নিন কী সেই কৌশল।
2/8
এখন মেডিক্যাল স্টোর বা অনলাইনে কেনা ওষুধের সব তথ্য স্ক্যানের মাধ্যমে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। বর্তমানে সরকার ওষুধ তৈরিতে ব্যবহৃত সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান বা (API)তে QR কোড লাগানো বাধ্যতামূলক করেছে।
3/8
যার ফলে ড্রাগ প্রাইসিং অথরিটি 300 টি ওষুধে কিউআর কোড লাগানোর প্রস্তুতি নিয়েছে।
4/8
ইতিমধ্যেই কিউআর কোড নিয়ে সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রিপোর্ট বলছে, এই কিউআর কোড স্ক্যানিংয়ের ফলে ওষুধের দামে স্বচ্ছতা আসবে, বন্ধ হবে কালোবাজারি।
5/8
কিউআর কোডের জন্য যে ওষুধগুলি বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ব্যথা নিরোধক, ভিটামিন সাপ্লিমেন্ট, রক্তচাপ রোধের ওষুধ, সুগার ও গর্ভনিরোধক ওষুধগুলি।
6/8
এপিআইতে কিউআর কোড আসার ফলে ওষুধে ভুল ফরমুলা ব্যবহার করা হয়েছে কিনা তা জানা যাবে। এ ছাড়াও ওষুধ তৈরিতে ব্যবহৃত কাঁচামাল কোথা থেকে এসেছে বা ওষুধ কোথায় যাচ্ছে, তা QR কোড থেকেই জানা যাবে। 2019 সালে ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ড এর অনুমোদন দিয়েছিল।
7/8
রিপোর্ট বলছে, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) ডোলো, সারিডন, ফ্যাবিফ্লু, ইকোস্প্রিন, লিমসি, সুমো, ক্যালপোল, থাইরনর্ম, আনওয়ানটেড 72 ও কোরেক্স সিরাপের মতো বড় ব্র্যান্ডকে এই কিউআর কোডের অন্তর্ভুক্ত করতে চাইছে। এই ওষুধগুলি জ্বর, মাথাব্যথা, গর্ভাবস্থা এড়ানো, কাশি, ভিটামিনের অভাব ইত্যাদিতে ব্যবহৃত হয়।
8/8
এই ওষুধগুলির বছরব্যাপী ব্যবহারের হিসেব কষেই কিউআর কোডে অন্তর্ভুক্তির তালিকায় আনা হয়েছে। ইতিমধ্যেই এই ওষুধগুলির তালিকা স্বাস্থ্য মন্ত্রকে পাঠানো হয়েছে।