এক্সপ্লোর
Ration Card: কোন রেশন কার্ডে কত রেশন বরাদ্দ ? জেনে নিন এখানে
Ration_Card
1/5

অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড: অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ডের সুবিধাভোগীরা প্রতি মাসে পরিবার পিছু ৩৫ কেজি রেশন পান। এতে ২০ কেজি গম ও ১৫ কেজি চাল পাওয়া যায়। এই অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড হোল্ডাররা প্রতি কেজিতে ২ টাকা দরে গম ও ৩ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন।
2/5

বিপিএল রেশন কার্ড: PDS বা যারা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের নিয়ম মেনে দারিদ্র্য সীমার নিচে Below Poverty Line (BPL)রেশন কার্ড পান, তাদের সেই কার্ডে প্রতি মাসে পরিবার পিছু ১০ থেকে ২০ কেজি রেশন দেওয়া হয়। মনে রাখবেন, এই রেশনের পরিমাণ রাজ্যের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে। একই সময়ে এই রেশনের দামও রাজ্য অনুসারে পরিবর্তিত হয়।
3/5

এপিএল রেশন কার্ড: দারিদ্রসীমার উপরে বসবাসকারী ব্যক্তিদের আলাদা Above Poverty Line (APL) রেশন কার্ড দেওয়া হয়। এই ক্ষেত্রে প্রতিটি পরিবার পিছু এপিএল রেশন কার্ডে মাসে ১০ থেকে ২০ কেজি রেশন দেওয়া হয়। রেশনের মূল্য অনুসারে এই ক্ষেত্রে রেশনের পরিমাণ এক একটি রাজ্যে আলাদা হতে পারে।
4/5

Priority Ration Card: এই ক্ষেত্রে কার্ডে প্রতি মাসে পরিবার পিছু ৫ কেজি রেশন দেওয়া হয়। যারা এই রেশন কার্ড থেকে রেশন নেন, তাদের কেজি প্রতি ৩ টাকায় চাল ও ২ টাকা কেজি দরে গম দেওয়া হয়।
5/5

অন্নপূর্ণা রেশন কার্ড: এই রেশন কার্ডগুলি ৬৫ বছরের বেশি বয়সী দরিদ্র ও বয়স্কদের দেওয়া হয়। এই কার্ডে প্রতি মাসে ১০ কেজি রেশন দেওয়ার নিয়ম রয়েছে। এই কার্ডগুলি কেবল সেই সব বয়স্ক ব্যক্তিরা পাবেন, যারা নির্ধারিত মানদণ্ডের মধ্যে পড়েন।
Published at : 25 Jan 2022 12:52 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
