এক্সপ্লোর
Life Certificate: ভিডিয়ো কলে জমা দিন লাইফ সার্টিফিকেট, এইভাবে পাবেন সুবিধা
সমস্যা থাকলে বাড়িতে বসেই জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট (Life Certificate)। পেনশনারদের সুবিধায় এই উদ্যোগ নিয়েছে স্টেট্ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
Senior Citizen
1/9

সমস্যা থাকলে বাড়িতে বসেই জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট (Life Certificate)। পেনশনারদের সুবিধায় এই উদ্যোগ নিয়েছে স্টেট্ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। নভেম্বর মাসে ভিডিয়ো কলেই জীবন প্রমাণ পত্র (Jivan Praman Patra) জমা দিতে পারবেন গ্রাহক।
2/9

কোম্পানির তরফে জানানো হয়েছে, সহজ ভিডিয়ো কলের মাধ্যমেই নিজের লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন পেনশনাররা। আগামী নভেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে Video Life Certificate (VLC) পরিষেবা।
Published at : 16 Nov 2022 12:13 AM (IST)
আরও দেখুন






















