এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Work From Home Scam: ওয়ার্ক ফ্রম হোমের আড়ালে প্রতারণার ফাঁদ, আপনি সুরক্ষিত তো?
Online Fraud: বাড়িতে বসে উপার্জন করার জন্য আজকাল অনেকেই ওয়ার্ক ফ্রম হোমের অফার পান। এইসব প্রস্তাবের আড়ালেই লুকিয়ে প্রতারণা ফাঁদ। আপনি কীভাবে সুরক্ষিত থাকবেন? জেনে নিন কিছু সহজ টিপস।
![Online Fraud: বাড়িতে বসে উপার্জন করার জন্য আজকাল অনেকেই ওয়ার্ক ফ্রম হোমের অফার পান। এইসব প্রস্তাবের আড়ালেই লুকিয়ে প্রতারণা ফাঁদ। আপনি কীভাবে সুরক্ষিত থাকবেন? জেনে নিন কিছু সহজ টিপস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/8ac28f1d7b007822695830336b16ba0b1715975192793485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
![ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে বসেই কাজ, পরিবর্তে পাওয়া যাবে মোটা অঙ্কের বেতন- এই প্রলোভনের ফাঁদে পা দিয়েই আর্থিক প্রতারণার শিকার হয়ে থাকেন অনেকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/b0eb24fdd3561c74eb855f72d5f2ea5f51684.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে বসেই কাজ, পরিবর্তে পাওয়া যাবে মোটা অঙ্কের বেতন- এই প্রলোভনের ফাঁদে পা দিয়েই আর্থিক প্রতারণার শিকার হয়ে থাকেন অনেকে।
2/10
![শুধুমাত্র টাকাপয়সা খোয়া যেতে পারে তাই নয়, বিপজ্জনক কারও হাতে পৌঁছে যেতে পারে আপনার ব্যক্তিগত তথ্য। অতএব নিজের সুরক্ষা এবং নিরাপত্তা রয়েছে নিজের হাতেই। কীভাবে ওয়ার্ক ফ্রম হোমের আড়ালে থাকা প্রতারণার ফাঁদ এড়াবেন, জেনে নিন কয়েকটি সহজ টিপস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/055248e1d25b93e35052f5aaf9c56b278d567.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধুমাত্র টাকাপয়সা খোয়া যেতে পারে তাই নয়, বিপজ্জনক কারও হাতে পৌঁছে যেতে পারে আপনার ব্যক্তিগত তথ্য। অতএব নিজের সুরক্ষা এবং নিরাপত্তা রয়েছে নিজের হাতেই। কীভাবে ওয়ার্ক ফ্রম হোমের আড়ালে থাকা প্রতারণার ফাঁদ এড়াবেন, জেনে নিন কয়েকটি সহজ টিপস।
3/10
![এমন কোনও অফার বা প্রস্তাবে কখনই রাজি হবেন না, যা শুনেই কিছুটা অবাস্তব বা আকাশকুসুম মনে হয়। মানে ধরুন দাবি করা হল আপনাকে এমন মাইনে দেওয়া হবে যেটা আপনি বুঝতেই পারছেন না পাওয়া কার্যত সম্ভব নয়- এই জাতীয় প্রস্তাব এড়িয়ে চলুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/174772c59cb2315cb641467bf12787f0669c7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এমন কোনও অফার বা প্রস্তাবে কখনই রাজি হবেন না, যা শুনেই কিছুটা অবাস্তব বা আকাশকুসুম মনে হয়। মানে ধরুন দাবি করা হল আপনাকে এমন মাইনে দেওয়া হবে যেটা আপনি বুঝতেই পারছেন না পাওয়া কার্যত সম্ভব নয়- এই জাতীয় প্রস্তাব এড়িয়ে চলুন।
4/10
![অনেকসময় ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে যিনি আকজে যুক্ত হয়েছে তাঁকে বিনিয়োগ করতে বলা হয়। সেই সঙ্গে এও বলা হয় যে ওই বিনিয়োগের পরিবর্তে কম সময়ে আপনি প্রচুর টাকা ফেরত পাবেন। বাস্তবে এটা কোনওভাবেই সম্ভব নয়। অতএব এই জাতীয় অফার অনলাইন মাধ্যমে এড়িয়ে চলাই ভাল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/c4c37565d773c0374ebaa4fe2236faa116da3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অনেকসময় ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে যিনি আকজে যুক্ত হয়েছে তাঁকে বিনিয়োগ করতে বলা হয়। সেই সঙ্গে এও বলা হয় যে ওই বিনিয়োগের পরিবর্তে কম সময়ে আপনি প্রচুর টাকা ফেরত পাবেন। বাস্তবে এটা কোনওভাবেই সম্ভব নয়। অতএব এই জাতীয় অফার অনলাইন মাধ্যমে এড়িয়ে চলাই ভাল।
5/10
![যেহেতু ওয়ার্ক ফ্রম হোমের বেশিরভাগটাই সম্পন্ন হয় অনলাইনে তাই নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করার ব্যাপারে সতর্ক থাকুন। যাঁরা ওয়ার্ক ফ্রম হোম করছেন কোনও সংস্থার অধীনে, তাঁরাও নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করার ব্যাপারে সতর্ক থাকুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/e548d8a655136992d441c15188120c706b3f3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যেহেতু ওয়ার্ক ফ্রম হোমের বেশিরভাগটাই সম্পন্ন হয় অনলাইনে তাই নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করার ব্যাপারে সতর্ক থাকুন। যাঁরা ওয়ার্ক ফ্রম হোম করছেন কোনও সংস্থার অধীনে, তাঁরাও নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করার ব্যাপারে সতর্ক থাকুন।
6/10
![ওয়ার্ক ফ্রম হোমের অফার অনলাইনে আসে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে। এইসব লিঙ্কে ক্লিক করার আগে ভালভাবে খতিয়ে দেখে নিন। বিন্দুমাত্র সন্দেহ হলেও এড়িয়ে চলুন সেই লিঙ্ক। নাহলে বিপদে পড়তে পারেন আপনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/fe7f4238738746e6ad6846e5f7cdf1a60e9c3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ওয়ার্ক ফ্রম হোমের অফার অনলাইনে আসে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে। এইসব লিঙ্কে ক্লিক করার আগে ভালভাবে খতিয়ে দেখে নিন। বিন্দুমাত্র সন্দেহ হলেও এড়িয়ে চলুন সেই লিঙ্ক। নাহলে বিপদে পড়তে পারেন আপনি।
7/10
![অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে লগ-ইন করতে হয় ওয়ার্ক ফ্রম হোম করার জন্য। এইসব ওয়েবসাইটে ঢোকার আগে ভালভাবে সাইট খতিয়ে দেখে নিন। প্রয়োজনে রিভিউ পড়ুন। ভালভাবে খতিয়ে না দেখে এইসব ওয়েবসাইটে ঢুকবেন না। তাতে বিপদ বাড়তে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/f305afb7625ca289f690a5b213c70156790f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে লগ-ইন করতে হয় ওয়ার্ক ফ্রম হোম করার জন্য। এইসব ওয়েবসাইটে ঢোকার আগে ভালভাবে সাইট খতিয়ে দেখে নিন। প্রয়োজনে রিভিউ পড়ুন। ভালভাবে খতিয়ে না দেখে এইসব ওয়েবসাইটে ঢুকবেন না। তাতে বিপদ বাড়তে পারে।
8/10
![অনেকসময় ইমেলের মারফত ওয়ার্ক ফ্রম হোমের প্রস্তাব আসতে পারে আপনার কাছে। ইমেলের মাধ্যমেও প্রতারকরা আপনাকে লিঙ্ক পাঠাতেই পারে। তাই সতর্ক থাকুন। ইমেলে থাকা কোনও লিঙ্ক দেখে সন্দেহজনক লাগলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/824a73a47ed79789ffd1201a67678cd7ae8d4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অনেকসময় ইমেলের মারফত ওয়ার্ক ফ্রম হোমের প্রস্তাব আসতে পারে আপনার কাছে। ইমেলের মাধ্যমেও প্রতারকরা আপনাকে লিঙ্ক পাঠাতেই পারে। তাই সতর্ক থাকুন। ইমেলে থাকা কোনও লিঙ্ক দেখে সন্দেহজনক লাগলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন।
9/10
![ওয়ার্ক ফ্রম হোম মানেই আর্থিক প্রতারণা নয়। তবে এই ধরনের প্রস্তাবের আড়ালে সত্যিই লুকিয়ে থাকে প্রতারকদের পাতা ফাঁদ। তাই সতর্ক থাকাই একমাত্র পথ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/4d9b5516e104c11b6fdad37886a366492654a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ওয়ার্ক ফ্রম হোম মানেই আর্থিক প্রতারণা নয়। তবে এই ধরনের প্রস্তাবের আড়ালে সত্যিই লুকিয়ে থাকে প্রতারকদের পাতা ফাঁদ। তাই সতর্ক থাকাই একমাত্র পথ।
10/10
![আর হ্যাঁ জানবেন যত বেশি প্রলোভন, বিপদের সম্ভাবনা তত বেশি। অতএব বেশি অর্থ উপার্জন করতে পারবেন কিংবা কম সময়ে বেশি টাকা আয় করতে পারবেন, এই ধরনের প্রস্তাবে সাড়া না দেওয়াই মঙ্গলের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/fefacd820a895bb9613b5a3837fdfec3e552d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আর হ্যাঁ জানবেন যত বেশি প্রলোভন, বিপদের সম্ভাবনা তত বেশি। অতএব বেশি অর্থ উপার্জন করতে পারবেন কিংবা কম সময়ে বেশি টাকা আয় করতে পারবেন, এই ধরনের প্রস্তাবে সাড়া না দেওয়াই মঙ্গলের।
Published at : 18 May 2024 05:45 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
খবর
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)