এক্সপ্লোর
EPFO: চাকরি ছেড়েছেন, EPF অ্যাকাউন্টে জমানো টাকায় কি এখনও সুদ পাবেন ?
EPF Interest Rule: EPF আদপে একটি সামাজিক সুরক্ষা প্রকল্প যা অবসরের কথা মাথায় রেখে কর্মী এবং সংস্থা দু'পক্ষের একটি যৌথ বিনিয়োগের উপর কিছু টাকা সঞ্চয়ে সাহায্য করে কর্মীকে।

ছবি- গেটি
1/9

একটা সংস্থা ছেড়ে অন্য সংস্থায় চাকরিতে ঢুকেছেন, অনেক সময় আগের কোম্পানির পিএফ অ্যাকাউন্টে টাকা থেকেই যায়। সেই টাকায় কি সুদ মেলে ? ছবি- গেটি
2/9

অনেকে ভাবেন পুরনো অ্যাকাউন্টের সঙ্গে নতুন অ্যাকাউন্ট আপনা থেকেই লিঙ্ক হয়ে যাবে। কিন্তু তা হয় না। আর অ্যাকাউন্ট লিঙ্ক না হলে পুরনো অ্যাকাউন্টে জমানো টাকা তুলতেও সমস্যা হয়। ছবি- গেটি
3/9

চাকরি করার সময় বেতন থেকেই কিছু টাকা কেটে প্রতি মাসে জমা হয় পিএফ অ্যাকাউন্টে। জমানো টাকার উপর সুদও পাওয়া যায়। কিন্তু বহুদিন অ্যাকাউন্ট বন্ধ থাকলে তাতে কি সুদ পাওয়া যায় ? ছবি- গেটি
4/9

EPFO জানিয়েছে দীর্ঘ তিন বছর যদি কোনও ব্যক্তির পিএফ অ্যাকাউন্টে লেনদেন না হয় সেক্ষেত্রে সেটি 'ডরম্যান্ট' হিসেবে ধরা হয়। ছবি- গেটি
5/9

আর এই সময় অ্যাকাউন্টে যে টাকা জমানো থাকে, তার উপর কোনও সুদ কার্যকর হয় না। নতুন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করালে তারপর থেকে নিয়মমাফিক সুদ জমা হতে থাকে। ছবি- গেটি
6/9

তবে অ্যাকাউন্ট যদি ৭ বছরেরও বেশি সময় নিষ্ক্রিয় থাকে, তাহলে সেই টাকা ইপিএফওর মাধ্যমে চলে যায় সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার ফান্ডে। ছবি- গেটি
7/9

অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার ২৫ বছরের মধ্যে এই টাকা গ্রাহক অথবা নমিনি উপযুক্ত তথ্যের ভিত্তিতে ওয়েলফেয়ার ফান্ড থেকে ফেরত পেতে পারেন। ছবি- গেটি
8/9

চাকরি ছেড়েছেন, অ্যাকাউন্ট লিঙ্ক করেননি এমন অবস্থায় সর্বাধিক ৩ বছর পর্যন্ত আপনার পিএফ অ্যাকাউন্ট চালু থাকবে, তারপর নিষ্ক্রিয় হয়ে যাবে। ছবি- গেটি
9/9

তবে সুদ না পেলেও, জমানো টাকা অ্যাকাউন্ট স্থানান্তরের পরেই আবার আপনি তুলে নিতে পারবেন খুব সহজে। ছবি- গেটি
Published at : 31 Jan 2024 05:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
