কন্যা- যারা গবেষণার কাজে যুক্ত তাঁদের জন্য আজকের দিনটা লাভজনক। প্রচার বা আর্থিক সুবিধা শীঘ্রই পাবেন। স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দিতে হবে।
2/12
বৃষ- আজ গুরুত্বপূর্ণ বিষয়গুলি বোঝার চেষ্টা করুন। কোনও বিষয়ে পরামর্শ দেওয়ার আগে তার সব দিক খতিয়ে দেখুন। সহকর্মীদের সঙ্গে যোগাযোগ ভাল রাখুন, এক সঙ্গে কাজ করুন। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা দ্রুত ভাল খবর পাবেন।
3/12
বৃশ্চিক- বিদেশি কোম্পানির চাকুরেরা লাভবান হবেন। ব্যবসায়ীরা কিছুদিন বড় ব্যবসায়িক ডিল নিয়ে সতর্ক থাকুন, লোকসানের আশঙ্কা। শিক্ষার্থীদের পক্ষে আজকের দিনটা ভাল। স্বাস্থ্য নিয়ে অবহেলা একদম করবেন না।
4/12
ধনু- আজ আর্থিক লাভ করবেন। পুরনো বিনিয়োগ থেকে ভাল মুনাফা জুটবে। কাজকর্মে একটুও অবহেলা করবেন না, নয়তো জসমক্ষে অপমানিত হতে পারেন। ব্যবসায়ীদের হিসেবনিকেশ সাবধানে করতে হবে, ছোট ভুলেও সমস্যা হতে পারে।
5/12
মীন- নিজের উচ্চাকাঙ্খা আজ আপনার দুঃখের কারণ হবে। নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকুন। ভবিষ্যতের জন্য জনসংযোগ বাড়ান, পাঁচজনের সঙ্গে মেলামেশা করুন। পৈত্রিক ব্যবসার সঙ্গে যুক্তরা লাভ করবেন।
6/12
তুলা- অচেনা লোকের সঙ্গে আলাপ হলে নম্রভাবে কথা বলুন। অফিসের পরিস্থিতি আপনার অনুকূল থাকবে। ব্যবসা বাড়াতে চাইলে সততার সঙ্গে কাজ করুন। যুবক যুবতীদের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি।
7/12
সিংহ- অফিসের পরিবেশ আপনাকে সুখী রাখবে। আপনার কথার সর্বাধিক গুরুত্ব পাবেন। সরকারি নিয়মাবলী সম্পর্কিত নথি ঠিক অবস্থায় রাখুন। আবহাওয়া পরিবর্তন বিবেচনা করে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে।
8/12
মিথুন- আজ অন্যকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। যা সমাজে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে সংযত থাকুন। কাজ সম্পর্কে সতর্কতা অবলম্বন করুন।
9/12
মকর- সুব্যবহার করে সকলের সহযোগিতা পাবেন। কিন্তু একটু সতর্কতা বজায় রাখুন, কারও সঙ্গে খারাপ আচরণ করবেন না। গোটা দিন এনার্জিতে ভরপুর থাকবেন। চাকরির চেষ্টা করলে দ্রুত সাফল্য আসবে।
10/12
কর্কট - ভাল-মন্দ উভয় পরিস্থিতিতেই নিজেকে ভারসাম্য বজায় রাখতে হবে। তরুণরা তাঁদের মায়ের কথাগুলি উপেক্ষা করবেন না। পারে। পড়ুয়াদের গুরুত্বের সঙ্গে সব পরীক্ষার প্রস্তুতি শুরু করতে হবে।
11/12
মেষ- আজ যদি কেউ খারাপ কিছু করে, অসন্তুষ্ট হবেন না। নিজের দোষ খতিয়ে দেখুন। অফিসে কাজের চাপ বাড়ছে, বেশি সময় কাজ করতে হতে পারে। কাজের চাপে শারীরিক-মানসিক ক্লান্তি আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভ কমতে পারে।
12/12
কুম্ভ-জীবিকার জন্য আজকের দিনটা সম্পূর্ণ সতর্ক থাকুন। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ভাল সময় চলছে। চাকরিজীবীরা টিমওয়ার্কে জোর দিন। গুরুত্বপূর্ণ বৈঠক বা প্রজেক্টে কাজ করার সময় অন্যের পরামর্শে গুরুত্ব দিন।