এক্সপ্লোর
EPF Withdrawal: প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার আবেদন খারিজ হয়েছে ? এই ৫ ভুল করেননি তো ?
EPF Claim: অনেকক্ষেত্রেই দেখা যায় যে ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য আবেদন করলেও সেই আবেদন খারিজ হয়ে যায়। কিছু ছোটখাটো ভুলের কারণে আবেদন খারিজ হয়ে যেতে পারে। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে।
প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার সময় মাথায় রাখতে হবে এই বিষয়গুলি
1/10

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড যে কোনও চাকরিজীবীর কাছে অবসরের পর একান্ত অবলম্বন হয়ে দাঁড়ায়, জমানো টাকা তোলার আবেদন করেন অনেকেই। ছবি- এবিপি লাইভ এআই
2/10

কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যায় যে ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য আবেদন করলেও সেই আবেদন খারিজ হয়ে যায়। ছবি- পিটিআই
3/10

কিছু ছোটখাটো ভুলের কারণে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার ক্ষেত্রে আবেদন খারিজ হয়ে যেতে পারে। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। ছবি- পিটিআই
4/10

আপনার UAN নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করা থাকলে আবেদন খারিজ হতে পারে, KYC যথাযথ করা থাকতে হবে। ছবি- পিটিআই
5/10

রেকর্ডে থাকা চাকরিতে যোগদানের সময় আর অবসরের সময়ের উল্লেখে ভুল থাকলে আবেদন খারিজ হতে পারে। ছবি- এবিপি লাইভ এআই
6/10

ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, যে সংস্থায় কাজ করতেন সেই সংস্থার তথ্য দিতে ভুল করলেও রেকর্ডের সঙ্গে না মিললে আবেদন খারিজ হতে পারে। ছবি- এবিপি লাইভ এআই
7/10

অ্যানেক্সেশন না থাকলে, বেসিক বেতন ১৫ হাজারের উপর থাকলে ইপিএসের সুবিধে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আবেদন বাতিল হতে পারে। ছবি- পিটিআই
8/10

এই খারিজ হওয়া থেকে বাঁচতে অ্যাকাউন্টে যথাযথ KYC করাতে হবে। পেনশন সার্টিফিকেট আদায় করতে হবে। ছবি- পিটিআই
9/10

আধার কার্ডের সঙ্গে আপনার UAN নম্বর লিঙ্ক করাতে হবে। আগের চাকরির রেকর্ডও সঠিকভাবে উল্লেখ করতে হবে। ছবি- পিটিআই
10/10

ইপিএফও-র পোর্টালে অনেক সময়েই ক্লেম বাতিল হলে পুরো কারণ দেখানো হয় না। অসম্পূর্ণ নথির কারণ দেখানো হয়। ফলে এই বিষয়গুলি নিয়ে সচেতন থাকতে হবে। ছবি- এবিপি লাইভ এআই
Published at : 24 Sep 2024 11:35 AM (IST)
View More
Advertisement
Advertisement























