এক্সপ্লোর
Diamond Purity : সোনা-রুপোর সম্পর্কে তো জানেন, হীরের বিশুদ্ধতা কীভাবে যাচাই হয় জানেন ? আসল চেনার উপায় কী ?
Diamond Purity : আমরা সকলেই সোনা ও রূপার বিশুদ্ধতা পরিমাপ করতে জানি, কিন্তু আপনি কি জানেন হীরের বিশুদ্ধতা কীভাবে মূল্যায়ন করা হয়? আসুন জেনে নেওয়া যাক।
হীরের বিশুদ্ধতা কীভাবে নির্ধারিত হয় ?
1/7

হীরের বিশুদ্ধতা: আমাদের দেশের বিভিন্ন উৎসবে সোনা ও রূপা কেনার চল রয়েছে। তবে মূল্যবান পাথরের জগতে হীরের একটি বিশেষ স্থান রয়েছে। সোনার বিশুদ্ধতা ক্যারেটে পরিমাপ করা হয়, কিন্তু আপনি কি জানেন হীরের গুণমান ও মূল্য কীভাবে মূল্যায়ন করা হয় ? আসুন জেনে নেওয়া যাক।
2/7

আমেরিকার জেমোলজিক্যাল ইনস্টিটিউট তৈরি 4C সিস্টেম (cut, clarity, color, carat) : হীরে কাটা, স্বচ্ছতা, রং ও ক্যারেট ব্যবহার করে এই পাথরের বিশুদ্ধতা ও গুণমান নির্ধারণ করা হয়।
Published at : 21 Oct 2025 09:46 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement





















