এক্সপ্লোর
EPFO Marriage Advance: বিয়ের আগে টাকার চিন্তা থেকে স্বস্তি, ইফিএফও দিচ্ছে এই সুবিধা
Marriage
1/8

বিয়ের ক্ষেত্রে টাকা জোগাড় আলাদা করে মাথাব্যথা হয়ে দাঁড়ায় প্রায় সব পরিবারের। তবে আপনি যদি EPFO গ্রাহক হন, তাহলে এই মাথাব্যথা অনেকাংশে কমে যেতে পারে। কারণ EPFO এখন বিয়ে বা এই ধরনের অনুষ্ঠানের জন্য অগ্রিম টাকা তোলার সুবিধা দিচ্ছে। তবে সেই ক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত।
2/8

বেসরকারি খাতে কর্মরত কোটি কোটি মানুষের সামাজিক নিরাপত্তার সবচেয়ে বড় ভিত্তি হল PF অর্থাৎ ভবিষ্য তহবিল। এটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) পরিচালনা করে। এই ফান্ড জীবনের অনেক আকস্মিক প্রয়োজনের সময়ে কাজে লাগে। পাশাপাশি চাকরি থেকে অবসর নেওয়ার পরে জীবনের জন্য নিশ্চিত তহবিল গড়ে দেয় এই EPFO।
Published at : 18 Jun 2023 03:02 PM (IST)
আরও দেখুন






















