Financial Rules Change: আজ থেকে এলপিজির দাম থেকে জিএসটির নিয়মে বদল, জানুন কী কী বদলেছে
By : ABP Ananda | Updated at : 01 Mar 2024 04:22 PM (IST)
Money
1/6
মার্চের শুরুতে এমন অনেক বড় পরিবর্তন ঘটে যা সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলে। এখানে আমরা আপনাকে সেই পরিবর্তনগুলি সম্পর্কে বলব যা 1 মার্চ থেকে কার্যকর হয়েছে৷
2/6
হোলি উৎসবের আগে তেল কোম্পানিগুলো বড় ধাক্কা দিয়ে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশের বিভিন্ন শহরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 25.50 টাকা পর্যন্ত বেড়েছে।
3/6
শুক্রবার থেকে বিমান জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল বিপণন সংস্থাগুলি। এটিএফ-এর দাম প্রতি কিলো লিটারে 624.37 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সস্তায় বিমান ভ্রমণের আশায় বড় ধাক্কা লেগেছে।
4/6
আজ ১ মার্চ থেকে জিএসটি-র নিয়মে বড়সড় পরিবর্তন এসেছে। এখন 5 কোটি টাকার বেশি টার্নওভারের ব্যবসাগুলি ই-ইনভয়েস ছাড়া ই-ওয়ে বিল তৈরি করতে পারবে না।
5/6
NHAI অর্থাৎ ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি ওয়ান ভেহিকেল, ওয়ান FASTag-এর সময়সীমা বাড়িয়েছে। মানুষকে স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে এটি 29 ফেব্রুয়ারি শেষ হয়েছিল, যা এখন 31 মার্চ 2024 পর্যন্ত বাড়ানো হয়েছে।
6/6
মার্চ মাসে আপনার যদি ব্যাঙ্ক সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে জেনে নিন এই মাসে প্রচুর ছুটি রয়েছে। 2024 সালের মার্চ মাসে ব্যাঙ্কগুলি মোট 14 দিনের জন্য বন্ধ থাকবে৷ এই পরিস্থিতিতে RBI-এর জারি করা ছুটির তালিকা চেক করার পরেই আপনার ব্যাঙ্কের কাজে চলে যাওয়া উচিত৷