এক্সপ্লোর
ITR Form 2023-24: আয় বুঝে আয়কর রিটার্ন, কোন ফর্ম জমা দেবেন আপনি ?
Income Tax Form: সাধারণত নতুন অর্থবর্ষেই ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম দিয়ে থাকে সিবিডিটি। তবে এবার আর্থিক বছর শুরু হওয়ার আগেই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

Income Tax Return
1/10

২০২২-২৩ আর্থিক বছরের আয়কর রিটার্নের ফর্ম প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)। সাধারণত নতুন অর্থবর্ষেই ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম দিয়ে থাকে সিবিডিটি। তবে এবার আর্থিক বছর শুরু হওয়ার আগেই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
2/10

১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মুখে শোনা গিয়েছিল এই কথা। সবার জন্য আলাদা আলাদা ফর্ম না এনে Common ITR Form আনার কথা বলেছিলেন অর্থমন্ত্রী।
3/10

সেই কারণে এবার CBDT আয়কর রিটার্ন দাখিলের জন্য সাধারণ আয়কর রিটার্ন ফর্ম আনবে বলে আশা করা হয়েছিল। করদাতাদের পরিষেবা উন্নত করতে ও আয়কর রিটার্ন প্রক্রিয়া আরও সহজ করতেই এই প্রস্তাব দিয়েছিলেন তিনি। যদিও আগামী অর্থবছর থেকে এটি চালু হচ্ছে না।
4/10

বিভিন্ন শ্রেণির করদাতাদের জন্য মোট ৭ ধরনের আয়কর রিটার্ন ফর্ম রয়েছে। আয়কর বিভাগ ফর্ম নং ১ থেকে ফর্ম নং ৫ প্রকাশ করেছে আয়কর দফতর। এই ফর্মগুলির মাধ্যমে, করদাতারা মূল্যাল্য় বছরের (2023-24) এর জন্য আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন৷
5/10

কাদের জন্য ITR ফর্ম নং ১: যাদের বার্ষিক আয় ৫০ লাখ টাকা পর্যন্ত, তাদের জন্য এই আয়কর রিটার্ন ফর্ম। বেতন ছাড়া অন্য কোনও গৃহসম্পত্তি থেকে আয় থাকলে ১ নম্বর ফর্ম লাগবে।
6/10

এছাড়াও, সুদ ও লভ্যাংশ থেকে আয়, কৃষি থেকে বার্ষিক ৫০০০ টাকা পর্যন্ত আয়ের ব্যক্তিরাও এই আইটিআর ফর্ম রিটার্ন দাখিল করতে পারবেন।
7/10

কার জন্য ITR ফর্ম নং ২: যদি মিউচুয়াল ফান্ড, স্টক বা স্থাবর সম্পত্তি বিক্রি থেকে মূলধন লাভ হয় বা যদি একাধিক বাড়ির সম্পত্তি থাকে, তাহলে এই ধরনের করদাতাদের ITR-২ ফাইল করতে হবে। ব্যবসা বা পেশা থেকে লাভবান ব্যক্তিদের ITR-2 ফাইল করলে হবে না।
8/10

ফর্ম ৩ কাদের জন্য: আয়কর রিটার্ন ফর্ম নং-৩ ব্যক্তি ও হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি( HUF)দের জন্য প্রযোজ্য হবে। যাদের ব্যবসা থেকে লাভ বা লাভ থেকে আয় আছে, তাদের এই ফর্ম পূরণ করতে হবে।
9/10

ITR ফর্ম নং ৪ ITR-৪, SUGAM নামেও পরিচিত। এই ফর্ম কোনও ব্যক্তি, HUF (হিন্দু অবিভক্ত পরিবার), (এলএলপি ব্যতীত) ব্যবসা ও পেশা থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত আয় করছে এরকম সত্তাদের জন্য প্রযোজ্য।
10/10

এই ফর্ম সেইসব ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয়,যারা কোনও কোম্পানির পরিচালক বা তালিকাবিহীন ইক্যুইটি শেয়ারে বিনিয়োগ করেছেন। এমনকী ৫,০০০ টাকার বেশি কৃষি আয় রয়েছে, সেই ব্যক্তিদের জন্যও এই ফর্ম নয়৷
Published at : 15 Feb 2023 04:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
