এক্সপ্লোর
Lexus NX 350h: টপ মডেলের দাম দাম ৭১ লক্ষ, কেমন দেখতে লেক্সাসের এই লাক্সারি এসইউভি ?
Lexus NX 350h
1/7

ডিজাইনের কারণে নতুন NX আয়তনে আরও বড় দেখায়। সঙ্গে বিশাল সামনের গ্রিলটিও সুন্দরভাবে সাজানো হয়েছে। আগের এনএক্সের তুলনায় ডিআরএলগুলি হেডল্যাম্পের ভিতরে দিয়েছে কোম্পানি। এই এলইডি প্রজেক্টর ইউনিটটি বাকি গাড়ির থেকে এই এসইউভিকে আলাদা করে।
2/7

অন্যান্য বিলাসবহুল স্পেকসের মধ্যে রয়েছে 17টি স্পিকার মার্ক লেভিনসন অডিও সিস্টেম। 64 রঙের অ্যাম্বিয়েন্ট লাইটিং, ওয়্যারলেস চার্জিং, প্যানোরামিক সানরুফ, ইলেকট্রনিক অ্যাডজাস্টেবল সিট ছাড়াও আরও অনেক কিছু। এয়ারব্যাগের পাশাপাশি সামনে ও পিছনে পার্কিং সেন্সর দিয়েছে কোম্পানি। গাড়িতে পাবেন লেক্সাস সেফটি সিস্টেম। যার মধ্যে অ্যালার্ম, ডায়নামিক রাডার ক্রুজ কন্ট্রোল-অল স্পিড, লেন ডিপার্চার অ্যালার্ট ও লেন ট্রেসিং সহ গাড়ি সনাক্তকরণের জন্য প্রি-কলিশন সিস্টেম (পিসিএস) দিয়েছে লেক্সাস।
Published at : 21 Mar 2022 09:52 PM (IST)
আরও দেখুন






















