এক্সপ্লোর
Maruti Celerio First Look: মাইলেজ লিটারে ২৬ কিমি, দাম পাঁচ লাখেরও কম
প্রতীক্ষার অবসান। এসে গেল Maruti_Suzuki_Celerio (ছবি- সোমনাথ চট্টোপাধ্যায়)
1/9

।। সোমনাথ চট্টোপাধ্যায় ।। দেশের সেরা মাইলেজের গাড়ি (India's most fuel efficient car) আনল মারুতি-সুজুকি (Maruti Suzuki Celerio)। কোম্পানির দাবি, এক লিটার পেট্রলে ২৬.৬৮ কিলোমিটার মাইলেজ দেবে এই গাড়ি। যা হ্যাচব্যাক সেগমেন্টে বাকি সব গাড়িকে ছাপিয়ে যাবে। প্রথমেই এই গাড়ির প্রিভিউ করার সুযোগ পেয়েছি আমরা। তাই দেখে নিন আগের থেকে কোথায় আলাদা নতুন সেলেরিও।
2/9

Maruti Suzuki Celerio 2021: কেমন দেখতে গাড়ির ইন্টিরিয়র ।। নতুন প্রজন্মের ক্রেতাদের নজর কাড়তে এবার লেটেস্ট ফিচার দিয়েছে কোম্পানি। যার মধ্যে সাত ইঞ্চির টাচ স্ক্রিন কন্ট্রোল ছাড়াও রয়েছে পুশ বাটন স্টার্ট-স্টপ, অটো ইঞ্জিন স্টার্ট-স্টপের মতো ফিচার। স্টিয়ারিং হুইলের মধ্যে দেওয়া হয়েছে একাধিক বিষয় নিয়ন্ত্রণের ক্ষমতা। আগের থেকে অনেক বেশি স্টাইলিশ দেখতে নতুন সেলেরিও। এবার দরজা খুলে গাড়িতে ঢোকা আগের থেকে অনেক বেশি সহজ। ব্ল্যাক ইন্টিরিয়রের সঙ্গে রয়েছে সিলভার অ্যাকসেন্ট। কোয়ালিটি ও ডিজাইন আগের থেকে ভাল হলেও এবারও গাড়ির কেবিনে রয়েছে শক্ত প্লাস্টিকের ব্যবহার। দাম কম রাখতেই এই কাজ করেছে কোম্পানি। ৩১৩ লিটারের বুটস্পেস রয়েছে গাড়িতে।
Published at : 10 Nov 2021 09:08 PM (IST)
আরও দেখুন





















