এক্সপ্লোর
Maruti Baleno facelift: ফেসলিফ্ট বলা হলেও বদল হয়নি সেভাবে, দেখে নিন কেমন দেখতে নতুন বালেনো

Maruti Baleno facelift:
1/8

Baleno-র দাম শুরু হচ্ছে 6.35 লক্ষ টাকা থেকে। AMT সংস্করণটির দাম 7.69 লাখ টাকা। এটি প্রিমিয়াম হ্যাচব্যাকের জন্য সবচেয়ে বড় আপডেট।
2/8

নতুন ব্যালেনোর সামনের দিকে বদলে দেওয়া হয়েছে গ্রিল। যেখানে বড় হেডল্যাম্প গাড়িতে সামান্য পরিবর্তন এনেছে। সামনের নতুন গ্রিলের নিচে দেওয়া হয়েছে সিলভার ফিনিশ। যেখানে বনেট-সহ সামনের বাম্পারেও আনা হয়েছে পরিবর্তন। সামনের হেডল্যাম্পগুলির সঙ্গে একটি নতুন LED DRL দিয়েছে কোম্পানি।
3/8

নতুন বালেনোতে একটি হেডস আপ ডিসপ্লে দেওয়া হয়েছে। যাতে 40 প্লাস বৈশিষ্ট্য-সহ কানেকটেড কার টেকনোলজি দিয়েছে কোম্পানি। যা এই গাড়ির বিভাগে প্রথম নিয়ে এল মারুতি।
4/8

গাড়ির পিছনের অংশে বড় টেল-ল্যাম্পের সেট ও একটি নতুন বাম্পার দেওয়া হয়েছে। যার ওপরে ক্রোমের প্লেট দিয়েছে কোম্পানি। অ্যালয় হুইলগুলিতে আপডেট করেছে মারুতি।
5/8

এখানেই শেষ নয়, এইচডি ডিসপ্লে সহ একটি নতুন স্মার্টপ্লে প্রো+ ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ একটি নতুন 9 ইঞ্চি টাচস্ক্রিন, ভয়েস অ্যাসিস্ট ও 360 ডিগ্রি ক্যামেরা, উন্নত অডিও সিস্টেম, অ্যালেক্সা ভয়েস ইন্টিগ্রেশন সহ আরও বৈশিষ্ট্য রয়েছে গাড়িতে।
6/8

কেবিনেও দেওয়া হয়েছে নতুন চেহারা। স্টিয়ারিং হুইলেও বদল এনেছে কোম্পানি। একটি বড় টাচস্ক্রিন ও সিলভার হাইলাইট/ব্ল্যাক থিমের সাথে নীল রঙের আরও প্রিমিয়াম গৃহসজ্জার সামগ্রী দেওয়া হয়েছে কেবিনে।
7/8

Baleno-তে রয়েছে একটি 1.2l পেট্রল ইঞ্জিন । এর সাথে এটি একটি AMT অটোমেটিক প্লাস একটি 5-স্পিড ম্যানুয়াল এর অপশন রয়েছে।
8/8

মারুতি গাড়ির প্রিমিয়াম চ্যানেল Nexa শোরুম থেকে পাওয়া যাবে। ইতিমধ্যে ডিলারদের কাছ পৌঁছে গিয়েছে মারুতি বালেনোর এই ফেসলিফ্টেড মডেল।
Published at : 23 Feb 2022 05:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
