এক্সপ্লোর
Online Shopping Scam: উৎসবের কেনাকাটায় হতে পারেন প্রতারণার শিকার ! কীভাবে রক্ষা পাবেন ?
Festive Offers: বড় প্রতারণার শিকার (Online Scam) হতে পারেন আপনি। অনলাইনে কেনাকাটা (Online Buying Tips) কীভাবে করা উচিত তা জেনে নিন।
উৎসবে অনলাইনে কেনাকাটা কাল হতে পারে আপনার !
1/6

প্রোডাক্টে রিটার্নের সুবিদা দেওয়া থাকে না। কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এগুলি দেখায় । তাই আগে রিটার্ন ও রিফান্ডের সুবিধা আছে কিনা দেখেই অর্ডার করুন।
2/6

আগে, নিশ্চিত করুন যে আপনি একটি নামী ই-কমার্স সাইট থেকে কেনাকাটা করছেন। ওয়েবসাইটের নিরাপত্তা সূচকগুলি পরীক্ষা করুন, যেমন "https://" এবং ঠিকানা বারে একটি প্যাডলক আইকন৷ ওয়েবসাইটের নির্ভরযোগ্যতা যাচাই করতে গ্রাহকদের রিভিউ রেটিং দেখে নিন।
3/6

অনলাইন প্লাটফর্ম প্রোডাক্ট নিশ্চিত করলে আপনিও অনেকটাই সুরক্ষিত মনে করবেন। তবে এই ক্ষেত্রেও প্রোডাক্টের ওপর একশো শতাংস নিশ্চিত হবেন না। প্রোডাক্ট পাওয়াকর পর তা কিউআর কোড দিয়ে যাচাই করুন।
4/6

অননুমোদিত লেনদেনের ঝুঁকি কমাতে ই-কমার্স সাইটে টাকার লেনদেনের বিবরণ সংরক্ষণ করা এড়িয়ে চলুন। ই-কমার্স সাইটগুলি লেনদেনের জন্য যা প্রয়োজন তার বাইরেও ব্যক্তিগত বিবরণের জন্য অনুরোধ করতে পারে। অত্যধিক ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।
5/6

সন্দেহজনক ইমেল বা বার্তাগুলিতে ক্লিক করা এড়িয়ে চলুন। ইমেলের লিঙ্কগুলিতে ক্লিক না করে সরাসরি আপনার ব্রাউজারের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইটগুলি দেখুন।
6/6

উৎসবের মরসুমে অনলাইনে (Online Shopping) কম দামে জিনিস কিনতে গিয়ে বিপদ ডেকে আনতে পারেন আপনি। ওয়েবসাইটের নির্ভরযোগ্যতা যাচাই করতে গ্রাহকদের রিভিউ রেটিং দেখে নিন।
Published at : 02 Oct 2024 09:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























