এক্সপ্লোর
PPF Calculator: এই তারিখের মধ্যে টাকা ফেললেই আরও বেশি লাভ , কীভাবে PPF থেকে পাবেন ১.৫ কোটি টাকা
Public Provident Fund
1/8

সাধারণ পাবলিক প্রভিডেন্ট ফান্ড Public Provident Fund (PPF)-এ টাকা রেখে পেতে পারেন ১.৫ কোটি। সেই ক্ষেত্রে নির্দিষ্ট কৌশল মেনে করতে হবে বিনিয়োগ। তাহলেই আমানত থেকে সবথেকে বেশি টাকা উপার্জন করতে পারবেন গ্রাহক। জেনে নিন কী সেই 'ট্রিকস' ?
2/8

Public Provident Fund সরকারি এই যোজনায় টাকা রাখেন বহু মানুষ। ঝুঁকিহীন বিনিয়োগের পাশাপাশি আর্থিক সুরক্ষা দেয় এই স্কিম। যাতে ভালো সুদের সঙ্গে রয়েছে আয়কর ছাড়ের সুবিধা। যদিও বহু ক্ষেত্রেই এই স্কিমের সর্বোচ্চ সুবিধা নিতে পারেন না বিনিয়োগকারীরা। গতানুগতিকভাবে ইনভেস্ট করায় খুব একটা লাভের মুখ দেখতে পারেন না তাঁরা।
3/8

Public Provident Fund-এর সুদের হার গত বছরই পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমিয়ে দেয় সরকার। স্মল সেভিংস স্কিমের জন্য যা এক বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। পরবর্তীকালে এই স্কিমে সুদের হার কমিয়ে ৭.১ শতাংশ করার সিদ্ধান্ত নেয় সরকার। তা সত্ত্বেও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় এখনও বেশি সুদ দিচ্ছে PPF।
4/8

কীভাবে PPF থেকে ১.৫ কোটি টাকা পেতে পারেন ? নিয়ম অনুসারে কোনও এক বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন গ্রাহক। ধরুন, প্রতি মাসে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ১২,৫০০ টাকা জমা করেন আপনি। এই ভাবে ১৫ বছর টাকা রাখার পর ৫ বছর করে স্কিমের মেয়াদ বাড়ালেন আপনি। ৩০ বছর এই ভাবে টাকা দিলে আপনার পিপিএফ অ্যাকাউন্টে ১,৫৪,৫০,৯১১ টাকা আসবে। এই ক্ষেত্রে আপনার সব মিলিয়ে বিনিয়োগ দাঁড়াচ্ছে ৪৫ লক্ষ টাকা। যা পিপিএফ অ্যাকাউন্টে রেখে গ্রাহক পাচ্ছেন ১.০৯ কোটি টাকা সুদ।
5/8

২৫ বছর থেকে শুরু করতে পারেন বিনিয়োগ যত তাড়াতাড়ি এই সরকারি স্কিমে আপনি টাকা রাখবেন তত ভালো সুবিধা পাবেন। প্রতি বছর এই অ্যাকাউন্টে ১.৫ লক্ষ টাকা করে রাখলে ৫৫ বছরে আপনি কোটিপতি হয়ে যাবেন। মানে অবসর জীবনের ৫ বছর আগেই এই অর্থ লাভ করবেন আপনি।
6/8

কোন কৌশলে PPF থেকে সর্বোচ্চ অর্থ পেতে পারেন ? নিয়ম অনুসারে প্রতি মাসের ১ থেকে ৫ তারিখে অ্যাকাউন্টে অর্থের ওপর সুদের হিসেব হয়। আপনি যদি ৫ তারিখের মধ্যে PPF অ্যাকাউন্টে টাকা ফেলেন, তাহলে সেই মাসের সুদ পেয়ে যাবেন। এই জমানো টাকাটাই যদি আপনি ৬ তারিখ ফেলেন তাহলে পরের মাসে সুদ পাবেন গ্রাহক।
7/8

উদাহরণ ১- ধরুন আপনি ৫ এপ্রিল PPF অ্যাকাউন্টে ৫০,০০০ টাকা ফেলেছেন। ৩১ মার্চ পর্যন্ত আগেই আপনার অ্যাকাউন্টে ১০,০০,০০০ টাকা ছিল। তাহলে ৩০ এপ্রিলে আপনার মোট জমা টাকার পরিমাণ দাঁড়াচ্ছে ১০,৫০,০০০ টাকা। ৭.১ শতাংশ সুদের হারে হিসেব করলে আপনি এপ্রিল মাসে সুদ বাবদ পাবেন (7.1% / 12 X 1050000) = Rs 6212 টাকা
8/8

উদাহরণ ২- এবার দ্বিতীয় উদাহরণ অনুযায়ী আপনি যদি ওই ৫০,০০০ টাকা ৬ এপ্রিল PPF -এ জমা দেন তাহলে কী হিসেব দাঁড়ায়। এখানেও ধরে নিতে হবে আপনার ৩১ মার্চের মধ্যে অ্যাকাউন্টে ১০,০০,০০০ টাকা আগে থেকেই ছিল। তাহলে ৩০ এপ্রিল আপনার পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে মোট জমা অর্থের পরিমাণ দাঁড়ায় ১০,৫০,০০০ টাকা। ৭.১ শতাংশ সুদের হারে হিসেব করলে আপনি এপ্রিল মাসে সুদ বাবদ পাবেন (7.1%/12 X 10,00,000) = Rs 5917 টাকা। তাই দেরি না করে এই কৌশলে পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা দিন , আর সর্বোচ্চ লাভ পান।
Published at : 18 Nov 2021 11:01 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















