এক্সপ্লোর
Savings Account Types: সেভিংস অ্যাকাউন্টেরও ভাগ আছে, আপনার কোথায় টাকা রাখা উচিত ?
Types Of Savings Account: সাধারণ সঞ্চয়ের ক্ষেত্রে সবার আগে মাথায় আসে এই অ্যাকাউন্টের বিষয়ে। ব্যাঙ্কে অ্যাকাউন্টে খোলার ক্ষেত্রেও সবার আগে আসে সেভিংস অ্যাকাউন্টের নাম।
![Types Of Savings Account: সাধারণ সঞ্চয়ের ক্ষেত্রে সবার আগে মাথায় আসে এই অ্যাকাউন্টের বিষয়ে। ব্যাঙ্কে অ্যাকাউন্টে খোলার ক্ষেত্রেও সবার আগে আসে সেভিংস অ্যাকাউন্টের নাম।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/6e66c1c42c36d4d8fc5d67db20c991cc1677831243483394_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Savings Account
1/10
![Types Of Savings Account: সাধারণ সঞ্চয়ের ক্ষেত্রে সবার আগে মাথায় আসে এই অ্যাকাউন্টের বিষয়ে। ব্যাঙ্কে অ্যাকাউন্টে খোলার ক্ষেত্রেও সবার আগে আসে সেভিংস অ্যাকাউন্টের নাম। তবে এই অ্যাকাউন্টেরও আছে প্রকারভেদ। বিনিয়োগ করার আগে জেনে নেওয়া উচিত কোনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/e03b0a42a4c92614b994de6a9196910dc81ba.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
Types Of Savings Account: সাধারণ সঞ্চয়ের ক্ষেত্রে সবার আগে মাথায় আসে এই অ্যাকাউন্টের বিষয়ে। ব্যাঙ্কে অ্যাকাউন্টে খোলার ক্ষেত্রেও সবার আগে আসে সেভিংস অ্যাকাউন্টের নাম। তবে এই অ্যাকাউন্টেরও আছে প্রকারভেদ। বিনিয়োগ করার আগে জেনে নেওয়া উচিত কোনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য।
2/10
![বর্তমানে ব্যাঙ্ক সাধারণ মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আজকাল দেশের বেশিরভাগ মানুষের অন্তত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। কেন্দ্রের মোদি সরকার ব্যাঙ্কগুলিকে সাধারণ মানুষের জীবনের একটি অংশ করতে প্রধানমন্ত্রী জন ধন যোজনা (প্রধানমন্ত্রী জন ধন অ্যাকাউন্ট) শুরু করেছিল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/c49bc8b88896ddb1289e8a049d2f35784a8e9.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
বর্তমানে ব্যাঙ্ক সাধারণ মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আজকাল দেশের বেশিরভাগ মানুষের অন্তত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। কেন্দ্রের মোদি সরকার ব্যাঙ্কগুলিকে সাধারণ মানুষের জীবনের একটি অংশ করতে প্রধানমন্ত্রী জন ধন যোজনা (প্রধানমন্ত্রী জন ধন অ্যাকাউন্ট) শুরু করেছিল।
3/10
![এরপর গরিব ও গ্রামাঞ্চলের মানুষও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে শুরু করেছে। সাধারণ মানুষ বেশিরভাগ ব্যাঙ্কে কেবল সেভিংস অ্যাকাউন্ট খোলে। তবে সেভিংস অ্যাকাউন্টের ও রয়েছে অনেক বিভাগ। বেতনভোগী ব্যক্তি, ১৮ বছরের কম বয়সী , মহিলাদের জন্য বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্টের বিকল্প রয়েছে।জেনে নিন, কোন অ্যাকাউন্টের কী কাজ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/f6c43622150bc1a12de7a43f36a7de9857ff6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরপর গরিব ও গ্রামাঞ্চলের মানুষও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে শুরু করেছে। সাধারণ মানুষ বেশিরভাগ ব্যাঙ্কে কেবল সেভিংস অ্যাকাউন্ট খোলে। তবে সেভিংস অ্যাকাউন্টের ও রয়েছে অনেক বিভাগ। বেতনভোগী ব্যক্তি, ১৮ বছরের কম বয়সী , মহিলাদের জন্য বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্টের বিকল্প রয়েছে।জেনে নিন, কোন অ্যাকাউন্টের কী কাজ।
4/10
![Regular Savings Account: সাধারণত, রেগুলার সেভিংস অ্যাকাউন্ট সবথেকে বেশি পরিমাণে খোলা হয়। এই অ্যাকাউন্টে টাকা জমা ও তোলার জন্য কোনও নির্দিষ্ট সীমা নেই। আপনি যত টাকা চান জমা রাখতে বা তুলতে পারেন। সাধারণত সবাই তাদের অর্থ সঠিকভাবে সংরক্ষণ করতে এই অ্যাকাউন্টটি ব্যবহার করে। সব ব্যাঙ্ক এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে বলে।অন্যথায় আপনার থেকে জরিমানা চার্জ করে ব্যাঙ্ক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/df3b5b0d8b29c8ade8e5d27bfbc4391c8217a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
Regular Savings Account: সাধারণত, রেগুলার সেভিংস অ্যাকাউন্ট সবথেকে বেশি পরিমাণে খোলা হয়। এই অ্যাকাউন্টে টাকা জমা ও তোলার জন্য কোনও নির্দিষ্ট সীমা নেই। আপনি যত টাকা চান জমা রাখতে বা তুলতে পারেন। সাধারণত সবাই তাদের অর্থ সঠিকভাবে সংরক্ষণ করতে এই অ্যাকাউন্টটি ব্যবহার করে। সব ব্যাঙ্ক এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে বলে।অন্যথায় আপনার থেকে জরিমানা চার্জ করে ব্যাঙ্ক।
5/10
![Zero Balance Savings Account: জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে অ্যাকাউন্টহোল্ডাররা কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্টের সুবিধা পান। আপনি এই অ্যাকাউন্ট থেকে যতবার খুশি টাকা তুলতে পারবেন। এর কোনও সীমা নেই। সেই সঙ্গে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলেও কোনও রকম জরিমানা দিতে হবে না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/5094688a6309540f682ab00ee26dd84c32aec.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
Zero Balance Savings Account: জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে অ্যাকাউন্টহোল্ডাররা কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্টের সুবিধা পান। আপনি এই অ্যাকাউন্ট থেকে যতবার খুশি টাকা তুলতে পারবেন। এর কোনও সীমা নেই। সেই সঙ্গে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলেও কোনও রকম জরিমানা দিতে হবে না।
6/10
![Salary Savings Account: কোম্পানি তার কর্মীদের জন্য একটি সেভিংস অ্যাকাউন্ট খোলে। যে সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসে বেতন আসে, এই অ্যাকাউন্টটিকে স্যালারি সেভিং অ্যাকাউন্ট বলে। এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের কোনও সীমা নেই ও বিভিন্ন ব্যাঙ্ক এই অ্যাকাউন্টে ওভারড্রাফ্ট সুবিধা অফার করে। যদি এই অ্যাকাউন্টে টানা তিন মাস বেতন না আসে, তবে তা পরে রেগুলার অ্যাকাউন্টে রূপান্তরিত হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/517c5e5661bccaa99e709a3c7c6d03a0b03b1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
Salary Savings Account: কোম্পানি তার কর্মীদের জন্য একটি সেভিংস অ্যাকাউন্ট খোলে। যে সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসে বেতন আসে, এই অ্যাকাউন্টটিকে স্যালারি সেভিং অ্যাকাউন্ট বলে। এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের কোনও সীমা নেই ও বিভিন্ন ব্যাঙ্ক এই অ্যাকাউন্টে ওভারড্রাফ্ট সুবিধা অফার করে। যদি এই অ্যাকাউন্টে টানা তিন মাস বেতন না আসে, তবে তা পরে রেগুলার অ্যাকাউন্টে রূপান্তরিত হয়।
7/10
![Women's Savings Account: মহিলা সঞ্চয় অ্যাকাউন্টটি বিশেষভাবে মহিলাদের জন্য তৈরি করা হয়েছে। নারীদের চাহিদার কথা মাথায় রেখে এই অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছে। কম সুদের হারে এই অ্যাকাউন্টে ঋণ, ডিম্যাট অ্যাকাউন্টের বার্ষিক চার্জে ছাড় ও অনেক কেনাকাটার জন্য ছাড়ও পাওয়া যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/eda9845cd60f0cd8ca53804bd6a1a447f0910.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
Women's Savings Account: মহিলা সঞ্চয় অ্যাকাউন্টটি বিশেষভাবে মহিলাদের জন্য তৈরি করা হয়েছে। নারীদের চাহিদার কথা মাথায় রেখে এই অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছে। কম সুদের হারে এই অ্যাকাউন্টে ঋণ, ডিম্যাট অ্যাকাউন্টের বার্ষিক চার্জে ছাড় ও অনেক কেনাকাটার জন্য ছাড়ও পাওয়া যায়।
8/10
![Senior Citizens Savings Account: সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট কেবল ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য তৈরি করা হয়েছে। এই অ্যাকাউন্টটি রেগুলার সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদের হার অফার করে। প্রবীণ নাগরিকদের জন্য এই অ্যাকাউন্ট বেশি উপকারী হতে পারে। চাইলে আপনি এই অ্যাকাউন্টটিকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টের সঙ্গেও লিঙ্ক করতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/a58cc7edc053dd8df258c93b0bff6f6353bc0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Senior Citizens Savings Account: সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট কেবল ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য তৈরি করা হয়েছে। এই অ্যাকাউন্টটি রেগুলার সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদের হার অফার করে। প্রবীণ নাগরিকদের জন্য এই অ্যাকাউন্ট বেশি উপকারী হতে পারে। চাইলে আপনি এই অ্যাকাউন্টটিকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টের সঙ্গেও লিঙ্ক করতে পারেন।
9/10
![Children's Savings Account: শিশুদের জন্য একটি বিশেষ সঞ্চয় অ্যাকাউন্টও রয়েছে (নাবালক সঞ্চয় অ্যাকাউন্ট)। এতেও ন্যূনতম ব্যালেন্সের সীমা নির্ধারিত নেই। এই অ্যাকাউন্টটি স্কুলের ফি ইত্যাদির মতো বাচ্চাদের চাহিদা মোটানোরজন্য তৈরি করা হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/59b3c7732c64e9b0ddc9c1890930a6f8fb181.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
Children's Savings Account: শিশুদের জন্য একটি বিশেষ সঞ্চয় অ্যাকাউন্টও রয়েছে (নাবালক সঞ্চয় অ্যাকাউন্ট)। এতেও ন্যূনতম ব্যালেন্সের সীমা নির্ধারিত নেই। এই অ্যাকাউন্টটি স্কুলের ফি ইত্যাদির মতো বাচ্চাদের চাহিদা মোটানোরজন্য তৈরি করা হয়েছে।
10/10
![এই অ্যাকাউন্টটি ১০ বছরের বেশি বয়সী শিশুদের জন্য অভিভাবকের তত্ত্বাবধানে খোলা যেতে পারে। সন্তানের ১৮ বছর পূর্ণ হওয়ার পর এই অ্যাকাউন্টটি রেগুলার সেভিংস অ্যাকাউন্টে রূপান্তরিত হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/2358d13a72adb69ac06cf704caee9af069853.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এই অ্যাকাউন্টটি ১০ বছরের বেশি বয়সী শিশুদের জন্য অভিভাবকের তত্ত্বাবধানে খোলা যেতে পারে। সন্তানের ১৮ বছর পূর্ণ হওয়ার পর এই অ্যাকাউন্টটি রেগুলার সেভিংস অ্যাকাউন্টে রূপান্তরিত হয়।
Published at : 03 Mar 2023 01:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)