এক্সপ্লোর
AI : এবার ক্যান্সার সনাক্ত করবে AI, তৈরি করবে ভ্যাকসিন !
AI : ল্যারি এলিসন বলেছেন, এআই রোগীর শরীরে ক্যান্সার সনাক্ত করতে সাহায্য করবে। রোগীর রক্তে উপস্থিত টিউমারের ছোট ছোট টুকরো বিশ্লেষণ করে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার সনাক্ত করা যায় এর মাধ্যমে।
কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ক্যান্সার নির্ণয় থেকে ভ্যাকসিন তৈরিতে...
1/8

মানুষের কাজ কাড়ছে বলে ইতিমধ্য়েই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নিয়ে চিন্তা বেড়েছে মানুষের। এবার আধুনিক চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে AI। ওরাকল সিইও ল্যারি এলিসন সম্প্রতি AI এর ক্ষমতা সম্পর্কে একটি বড় দাবি করেছেন।
2/8

তার মতে, এআই ক্যান্সারের মতো মারাত্মক রোগ সনাক্ত করতে সক্ষম। পাশাপাশি ভ্যাকসিন তৈরি করতে ও মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে রোগীদের কাছে তা পৌঁছে দিতে পারবে AI। এই দাবি শুধু বিজ্ঞানের নতুন সম্ভাবনাকেই প্রতিফলিত করে না, ক্যান্সারের মতো জটিল রোগের সঙ্গে লড়াই করার আশাও জাগায়।
Published at : 28 Jan 2025 04:53 PM (IST)
আরও দেখুন






















