এক্সপ্লোর
Stock Market: সোমের বাজারে লাভ দিতে পারে এই স্টকগুলি, নাম জানেন ?
Share Market
1/9

শুক্রের বাজারের (Stock Market) বড় পতন চিন্তা বাড়িয়েছে বিনিয়োগকারীদের (Investment)। সোমে বাজার নিয়ে অনেক প্রশ্ন থাকবে ইনভেস্টারদের মনে। যদিও অস্থিরতার মাঝেই ভরসা রাখতে পারেন এই স্টকগুলিতে (Share Market Price)। তবে টার্গেট (Target) , স্টপ লস (Stop Loss) মানতে হবে বিশষজ্ঞদের পরামর্শ মেনে।
2/9

নিফটি 50 সূচক শুক্রবার 22,794-এর নতুন হাই ছোঁয়ার পর 172 পয়েন্ট কমে শেষ হয়েছে। BSE সেনসেক্স 75,124 এর লাইফ টাইম হাই থেকে 732 পয়েন্ট কমেছে। ব্যাঙ্ক নিফটি সূচকটিও 307 পয়েন্টের উল্লেখযোগ্য পতন দেখে 48,923 এ বন্ধ হয়েছে।
Published at : 04 May 2024 09:48 PM (IST)
আরও দেখুন






















