এক্সপ্লোর
Savings Scheme Update : কম বিনিয়োগে বেশি মুনাফা, এই সময়ের মধ্যেই দ্বিগুণ হবে টাকা
এই স্কিমে ঝুঁকি ছাড়াই নিশ্চিত মুনাফা।
1/7

কম বিনিয়োগ করেও ভালো লাভের আশা করেন সবাই। সেই ক্ষেত্রে বহুবার ঝুঁকির বিনিয়োগের প্রলোভনে পা দেন আমানতকারীরা। পরবর্তীকালে যার ফলও ভুগতে হয় তাঁদের। তাই ঝুঁকি ছাড়াই টাকা দ্বিগুণের পথ দেখাচ্ছে কিষাণ বিকাশ পত্র Kisan Vikas Patra (KVP) । পোস্ট অফিস(Post Office Scheme) ছাড়া ব্যাঙ্কেও (Bank) করতে পারেন এই সরল বিনিয়োগ।
2/7

কী এই কিষাণ বিকাশ পত্র ? (Kisan Vikas Patra) পোস্ট অফিস (Post Office) বা বাঙ্কে করা যেতে পারে কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra)। সরকারের এই আর্থিক যোজনা অনুযায়ী, জমা অর্থ দ্বিগুণ হতে সময় লাগে ১২৪ মাস(১০ বছর ৪মাস)। এই নির্দিষ্ট সময়ই হল কিষাণ বিকাশ পত্রের টাকা জমা রাখার মেয়াদকাল।১৯৮৮ সালে ভারতীয় ডাক বিভাগ (India Post)প্রথম এই আর্থিক যোজনা নিয়ে আসে।যদিও ২০১১ সালে সরকারি কমিটির নির্দেশ মেনে বন্ধ করে দেওয়া হয় এই স্কিম।
Published at : 11 Nov 2021 12:47 AM (IST)
আরও দেখুন






















