এক্সপ্লোর
স্মৃতির পর্দা সরিয়ে দোতলা বাস ফিরে পেল কলকাতা! সপ্তমী থেকে রাজপথে নামছে পর্যটকদের জন্য
1/5

আগের মতো মাথা ঢাকাও নয়, বরং লন্ডনের ধাঁচে হুড খোলা বাসে চড়ে দেখা যাবে নীল আকাশ, শীতের দিনে মিঠে রোদের আমেজ। সপ্তমী থেকে রাজপথে পর্যটকদের জন্য নামছে ডবল ডেকার বাস। বাংলার মাটির স্বাদ চেনাতে বাসে হাজির থাকবেন লোক শিল্পীরা। অত্যাধুনিক এই বাসে যাত্রী সুরক্ষার উপরও বিশেষ নজর দেওয়া হয়েছে।
2/5

নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Published at :
আরও দেখুন






















