ক্যালেন্ডারের পাতা উল্টোচ্ছে। এগিয়ে আসছে পুজো। করোনা সংক্রমণের আবহেই যে এবার পুজো কাটাতে হবে, সেটা অনেকেই বুঝে গেছেন। তাই নতুন জামা-কাপড়ের সঙ্গে মানানসই মাস্কও চাই। বস্ত্র বিপণিগুলোও সেই মতো প্রস্তুতি নিচ্ছে।
2/5
বাতানুকূল দোকান ছেড়ে বেরিয়ে আসুন এবার। দরদাম করে সস্তায় জামা-কাপড় কেনার জায়গা বলে সুখ্যাতি আছে গড়িয়াহাটেরও। সেখানকার ব্যবসায়ীরাও প্রস্তুতি নিচ্ছেন। পসরার সম্ভারের মধ্যে জায়গা করে নিচ্ছে, মাস্ক।
3/5
বস্ত্র বিপণিগুলির মতো প্রস্তুতি নিচ্ছেন ডিজাইনাররাও। পুজোর সময় রাস্তায় বেরোবেন আপনি, অনেকক্ষণ বাইরে থাকবেন। কিন্তু, স্বাস্থ্যবিধি মেনে মাস্কও পরে থাকতে হবে। তাই সেই মাস্ক হতে হবে ট্রেন্ডি, কেতাদুরস্ত এবং আরামদায়ক। অতএব, মাস্ক তৈরির কাপড় নিয়ে মাথা ঘামাতে হচ্ছে ডিজাইনারদের।
4/5
অনেকে বলছেন, এটাই তো নিউ নর্মাল! প্রতিবার পুজোয়, শাড়ির সঙ্গে যেমন মানানসই ব্লাউজ পিস কেনেন, ঠিক তেমনই এবার ম্যাচিং মাস্কও চাই। সালোয়ার কামিজ, ধুতি-পাঞ্জাবি থেকে ডেনিম - সবার সঙ্গেও এবার একই ফর্মুলা। বলছেন বস্ত্র ব্যবসায়ীরা।
5/5
বিভিন্ন বছরের জনপ্রিয় হিরো-হিরোইনরা যে জামাকাপড় পরেন, তাই দিয়ে পুজোর স্টাইল স্টেটমেন্ট তৈরি হয়, এবার স্বাস্থ্যবিধি মানতে গিয়ে অনেকে মনে করছেন, জামাকাপড়ের সঙ্গে এবার মাস্কটাই হয়ে উঠতে চলেছে এবারের পুজোর স্টাইল স্টেটমেন্ট।