এক্সপ্লোর
শাড়ি থেকে সালোয়ার, পাঞ্জাবি থেকে ফর্মাল --- সবার সঙ্গী ডিজাইনার মাস্ক
1/5

ক্যালেন্ডারের পাতা উল্টোচ্ছে। এগিয়ে আসছে পুজো। করোনা সংক্রমণের আবহেই যে এবার পুজো কাটাতে হবে, সেটা অনেকেই বুঝে গেছেন। তাই নতুন জামা-কাপড়ের সঙ্গে মানানসই মাস্কও চাই। বস্ত্র বিপণিগুলোও সেই মতো প্রস্তুতি নিচ্ছে।
2/5

বাতানুকূল দোকান ছেড়ে বেরিয়ে আসুন এবার। দরদাম করে সস্তায় জামা-কাপড় কেনার জায়গা বলে সুখ্যাতি আছে গড়িয়াহাটেরও। সেখানকার ব্যবসায়ীরাও প্রস্তুতি নিচ্ছেন। পসরার সম্ভারের মধ্যে জায়গা করে নিচ্ছে, মাস্ক।
Published at :
আরও দেখুন






















