এক্সপ্লোর
Gehena Vasisth:পর্ন ভিডিও আপলোড! গ্রেফতার অভিনেত্রী
1/9

পর্ন ভিডিও-র শ্যুটিং ও ওয়েবসাইটে আপলোডের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী গহনা বশিষ্ঠ। তাঁকে গ্রেফতার করেছে পুলিশের ক্রাইন ব্রাঞ্চের প্রোপার্টি সেল।Image courtesy - Gehana Vasisth (@gehana_vasisth/Instagram)
2/9

গত নভেম্বরেই তীব্র হার্ট অ্যাটাক হয়েছিল গহনার। শ্যুটিং চলাকালেই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল।
3/9

মিস এশিয়া বিকিনি প্রতিযোগিতায় জয়ী গহনা বিভিন্ন বিজ্ঞাপন এবং হিন্দি ও তামিল সিনেমাতেও কাজ করেছেন।
4/9

আজই তাঁকে মুম্বইয়ের একটি আদালতে পেশ করা হবে। মুম্বই পুলিশ এই খবর জানিয়েছে।
5/9

জানা গেছে, পুলিশ অন্যান্য মডেল, পার্শ্ব অভিনেত্রী ও কিছু প্রোডাকশন হাউসের যোগসাজশের বিষয়টিও খতিয়ে দেখছে।
6/9

তিনি নিজস্ব একটি মোবাইল অ্যাপ্লিকেশনও চালু করেছেন, সেখানে মাঝেমধ্যেই সাহসী ভিডিও পোস্ট করে থাকেন। উল্লু অ্যাপ-এর শো-তেও তাঁকে দেখা গিয়েছিল।
7/9

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গেহনা প্রায় ৮৭ টি পর্নোগ্রাফিক বা পর্ন ভিডিও-র শ্যুট করে একটি ওয়েবসাইটে আপলোড করেছেন বলে অভিযোগ।
8/9

এএলটি বালাজির অ্যাডাল্ট ওয়েব সিরিজ ‘গন্ধি বাত’-এ সাহসী ভূমিকায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন গহনা।
9/9

যে ওয়েবসাইটে ভিডিওগুলি আপলোড করা হয়েছে, সেখানে সেগুলি দেখতে সাবস্ক্রিপশনের প্রয়োজন। যাঁরা এই ওয়েবসাইট সাবস্ত্রাইব করবেন, তাঁদের ২,০০০ টাকা দিতে হবে।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement























