এক্সপ্লোর
Advertisement

Jadavpur University Hostel: 'দাদা আসব?' কেন লেখা দেওয়ালে? কেন ফাঁকা থাকত ওই ঘর?
JU Student Death:যে হস্টেল ঘিরে এমন ঘটনা সেই হস্টেলের ভিতরেই পৌঁছল এবিপি আনন্দের ক্যামেরা।

নিজস্ব চিত্র
1/10

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেল। দেখতে আর পাঁচটা সাধারণ হস্টেলের মতোই। দেওয়ালে গ্রাফিক্স, সিঁড়ির পাশে নানা লেখাজোখা। ঘরের মধ্যে চৌকি পাতা। এদিন-ওদিক ছড়িয়ে বই-ব্য়াগ-বিছানার তোষক, চাদর। ৯ অগাস্টের রাতেই এই হস্টেলেই ঘটে গিয়েছিল বিভীষিকাময় ঘটনা। প্রাণ গিয়েছে এক প্রথম বর্ষের পড়ুয়ার।
2/10

তারপরেই সামনে এসেছে ব়্যাগিং অভিযোগ। ব়্যাগিংয়ের কারণেই এমন মৃত্য়ু বলে অভিযোগ পরিবারের, ব়্যাগিংয়ের অভিযোগ তুলেছেন পড়ুয়াদের একটি অংশও। যে হস্টেল ঘিরে এমন ঘটনা সেই হস্টেলের ভিতরেই পৌঁছল এবিপি আনন্দের ক্যামেরা।
3/10

৯ অগাস্টের রাত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের চার তলার ১০৪ নম্বর ঘর। এই ঘরেই নাকি জোর করে আটকে রাখা হয়েছিল যাদবপুরের প্রথমবর্ষের ওই পড়ুয়াকে। সেখানে তাকে দিয়ে জোর করে চিঠি লেখানো হয়। পড়ুয়ার মৃত্যুর পর ওই চিঠি ভাইরাল হয়। সেই চিঠিতে বাংলা বিভাগের এক পড়ুয়াকে মিথ্যে অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল।
4/10

তদন্তে উঠে এসেছে যে, ওই ১০৪ নম্বর ঘরে জোর করে চিঠি লেখানোর পরে নীচের ফ্লোরে নিয়ে যাওয়া হয় পড়ুয়াকে। সেখানে তাকে একের পর এক ঘরে ইন্ট্রো দিতে বলা হয় বলে অভিযোগ। তার উপর অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন চলেছিল বলেও অভিযোগ ওঠে।
5/10

যে ফ্লোরের ব্যালকনি থেকে ওই ছাত্র পড়ে গিয়েছিল, সেই ফ্লোরেই রয়েছে ৬৮ নম্বর ঘর। ওই ঘরেই নদিয়ার ওই পড়ুয়া এসেছিল ৬ অগাস্ট। ঘটনার দিন ১০৪ নম্বর ঘর থেকে তিনতলায় নামানোর পর তার উপর চলে হাড়হিম করা অত্যাচার। হস্টেলের এই তলার ব্যালকনি থেকে পড়ে গিয়েছিল ওই পড়ুয়া।
6/10

হস্টেলের ৬৫ নম্বর ঘর নিয়েও উঠছে প্রশ্ন। এই ঘরের বাইরে দরজার উপরে লেখা 'দাদা আসবো?'দরজার উপর লেখা 'এই ঘরে কম'।
7/10

অভিযোগ উঠেছে, সিনিয়রদের এই ঘরে ঢোকার আগে জুনিয়রদের অনুমতি নিতে হতো। অনুমতি না দেওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হত দরজার বাইরে। এই ছবিতেই কি স্পষ্ট যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে সিনিয়র এবং প্রাক্তনীদের একাংশে দাপট চলত?
8/10

ব্যালকনির যে অংশ থেকে পড়েছে ওই পড়ুয়া, সেই জায়গাটা ওই ঘর থেকে অনেকটা দূরে। তাহলে এতটা পথ কি ধাওয়া করা হয়েছিল ওই পড়ুয়াকে? উঠছে এমনই প্রশ্ন। ব্যালকনির যে পাঁচিল সেটা ইঞ্চি তিনেক চওড়া। তার উপর দিয়েই নাকি হাঁটানো হত জুনিয়র পড়ুয়াদের।
9/10

হস্টেলের রাঁধুনির বয়ানে উঠে এসেছে এমনই শিউড়ে ওটার মতো ঘটনার কথা। তাহলে ওই পড়ুয়া কি সেভাবে হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিল? না কি সে নিজেই লাফ দিয়েছিল? না কি কেউ বা কারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল? এমনই নানা প্রশ্ন উঠে আসছে।
10/10

সেই খোঁজ পেতেই এদিন ডামি ডল নিয়ে তদন্ত চালান তদন্তকারীরা। ব্যালকনির ওই অংশ থেকে ডামি ডল ফেলে চলে চুলচেরা বিশ্লেষণ।
Published at : 22 Aug 2023 06:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
