আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দেব লেখেন, 'আজ থেকে গোলন্দাজের দ্বিতীয় শিডিউল শুরু হল। নতুন এই পথ চলায় সব ভালো হোক'
2/8
দ্বিতীয় পর্যায়ের শ্যুটিং শুরু 'গোলন্দাজ' ছবির। এই ছবিতে প্রথমবারের জন্য পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব ও ইশা সাহাকে।
3/8
সব ছবি - দেব আর ইশার ইনস্টাগ্রাম
4/8
এক আগে ছবির লুকে একাধিক ছবি পোস্ট করেছেন দেব।
5/8
দেব-ইশা দুজনকেই দেখা যাবে একেবারে পুরাতনী সাজে।
6/8
ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন কাহিনী অবলম্বনে আবর্তিত হয়েছে গোলন্দাজের গল্প।
7/8
দেবের বিপরীতে এই ছবিতে দেখা যাবে ইশাকে। তিনিও আজ একটি ছবি পোস্ট করেন।
8/8
এই ছবিটি পোস্ট করে ইশা লেখেন, 'আমার হল শুরু'। আজ থেকে গোলন্দাজে নিজের ভূমিকায় অভিনয় শুরু ইশার। হাতে স্ক্রিপ্ট নিয়ে পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করলেন ইশা।