এক্সপ্লোর
Abhishek Banerjee : 'AB'-র নিউ লুকে মোহিত জেন-Z, গত ১১ বছরে ঠিক কীভাবে বদল অভিষেকের? কী বলছেন সতীর্থরা?
সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত জীবনের ছবি বড় একটা দেন না তিনি। রাজনীতিক কর্মকাণ্ডের ছবিতেই ভরা থাকে তাঁর ওয়াল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
1/8

তৃণমূল কংগ্রেসের তরুণ দলের কাণ্ডারী তিনি। তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ডায়মন্ড হারবারের সাংসদ। দুঁদে রাজনীতিক। গত এক দশকে অভিষেক রাজনীতিতে যত পরিণত হয়েছেন, তত ভেঙে গড়েছেন তাঁর শারীরিক গঠন ।
2/8

সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত জীবনের ছবি বড় একটা দেন না তিনি। রাজনীতিক কর্মকাণ্ডের ছবিতেই ভরা থাকে তাঁর ওয়াল।
3/8

পুজোর আগে অন্য লুকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ইনস্ট্রাগ্রাম স্টোরিতে পোস্ট করা সেলফি স্টোরি এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায়। হু হু করে শেয়ার হচ্ছে সেই ছবি।
4/8

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছে, তাঁর পেশিবহুল হাত! ঘামে ভেজা শরীর! পরণে সাদা স্লিভলেস স্পোর্টস টি শার্ট। দুহাতে জিম গ্লাভস! আলুথালু চুল । আইফোনে তোলা এই সেলফি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন অভিষেক।
5/8

কীভাবে তিনি নিজের মধ্যে এভাবে বদল এনেছেন, তাজ্জব অনেকেই।তবে তাঁর দলীয় সহকর্মীরা বলছেন....সবটাই অধ্যবসায়।
6/8

সংসদীয় রাজনীতি, দল, পরিবার সব সামলে কীভাবে নিজের চেহারার এই বদল? দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলছেন, পরিবার সামলে রাজনীতি সামলে শরীর চর্চা জরুরি। সেটা শেখাচ্ছেন অভিষেক। এটাই এখন শিক্ষনীয়। সুস্থ থাকতে হবে।
7/8

শাসকদলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের মতে, অভিষেক নিউ এজ পলিটিশিয়ান। দলীয় রাজনীতি, সংসদীয় রাজনীতি, সংসার সামলেও যে নিজেকে ফিট রাখা যায়, তা তিনি করে দেখিয়েছেন। রাজনীতিক বলে যে তিনি জিমে কসরত করার ছবি দিতে পারবেন না, সেই ট্যাবু তিনি ভেঙে দিয়েছেন। রাজনীতিক মানেই সাদা ধুতি , পাঞ্জাবি, কাঁচা পাকা চুল, এই ট্যাবু তিনি ভেঙে দিয়েছেন।
8/8

ছবি নিয়েও কটাক্ষ শানাতে ছাড়েননি বিরোধীরা। BJP মুখপাত্র ও কাউন্সিলর সজল ঘোষ,অভিষেকের এই চেহারার পরিবর্তনের প্রশংসা করলেও ,বিভিন্ন দুর্নীতির অভিযোগ টেনে এনে কটাক্ষ করতে ছাড়লেন না। তবে যাই হোক না কেন, অভিনেতা-নেতাদের ছবির সঙ্গে এখন টেক্কা দিচ্ছে তারকা সাংসদের নতুন ছবি।
Published at : 15 Sep 2025 01:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















