এক্সপ্লোর
ABP Ananda Khaibar Pass 2022: ক্যাফে পর্কোতিনির আস্বাদ, মৌচাকের মিষ্টিমুখ, দ্য ইয়োলো স্ট্র-এ গলা ভিজিয়ে ঘুরে আসুন 'খাইবার পাস'

খাইবার পাস
1/12

নামেই যেন জড়িয়ে আছে মিষ্টি। 'এবিপি আনন্দ খাইবার পাস'-এ হরেকরকম মিষ্টির সম্ভার নিয়ে হাজির মৌচাক।
2/12

এক ঝলকে দেখে নেওয়া যাক মেনু কার্ড। সম্ভারে রয়েছে প্রেম ভোগ, ব্যাসন মাইসোর পাক থেকে শুরু করে ছানার মালপোয়া, পিঠে রোল, আঞ্জির ডিলাইট।
3/12

কেবল সাবেক নয়, রয়েছে মিষ্টির ফিউশনও। হাজির থাকছে জনপ্রিয় বেকড রসগোল্লা, আমদই ও অন্যান্য মিষ্টি।
4/12

মিষ্টি নয়, জিভে জল আনা টক ঝাল মিষ্টি খাবার খেতে চাইলে আপনার ঠিকানা হতেই পারে ক্যাফে পর্কোতিনি। এখানে পাওয়া যাবে হরেক রকমের পর্ক বা শুকরের মাংস।
5/12

ক্যাফে পর্কোতিনির পদের তালিকায় রয়েছে পর্ক ভর্তা, পর্ক মোমো, পর্ক বিরিয়ানি। পর্ক প্রেমীরা এখানে এসে চেখে দেখতেই পারে বিভিন্ন স্বাদের পর্কের পদ।
6/12

১০০ বা তারও বেশ ধরনের পর্কের পদ পাওয়া যাবে এখানে। গলা ভেজানোর জন্য হাজির থাকছে মকটেলও।
7/12

খাবারের আয়োজন থাকবে আর গলা ভেজানোর জন্য পছন্দের ফ্রুট জ্যুস বা মিল্কশেক পাবেন না তাও কী হয়! 'এবিপি আনন্দ খাইবার পাস'-এ হাজির থাকছে 'দ্য ইয়োলো স্ট্র'
8/12

কিউই থেকে শুরু করে তরমুজ, কমলালেবু,আপেল, স্টল জুড়ে সাজানো থরে থরে তাজা ফল। চাইলে খেতেই পারেন সুস্বাদু জ্যুস।
9/12

ফলের স্বাদ পছন্দ না করলে খেয়ে দেখতে পারেন মিল্কশেক। হাজির থাকছে স্ট্রবেরি, চকোলেট থেকে শুরু করে বিভিন্ন ফ্লেভারের মিল্কশেক।
10/12

হাজির থাকছে ফ্রুট শেকও। 'খাইবার পাস'-এ এই আস্বাদন নেওয়ার সুযোগ কেবল আজকের দিন পর্যন্ত।
11/12

বাঙালিয়ানায় মিশেছে মুঘলাই স্বাদ, পুলি পিঠের মিষ্টির স্বাদ বাড়িয়েছে আমের রসনা। রয়েছে খাঁটি ঘি, খেজুর গুড় সংগ্রহের সুবিধা। ভার্চুয়াল নয়, অ্যাকচুয়াল স্বাদ পেতে আগামী রবিবার পর্যন্ত খাদ্যরসিক বাঙালির ঠিকানা হোক 'এবিপি আনন্দ খাইবার পাস'।
12/12

'এবিপি আনন্দ খাইবার পাস' কেবল খাওয়ার উৎসব নয়, এই এবিপি আনন্দর এই আয়োজনে মুড়ে রয়েছে বাঙালিয়ানা। সাউথ সিটি (South City) মলের কাছে ইইডিএফ (EEDF) মাঠ অর্থাৎ তালতলা গ্রাউন্ডে আয়োজিত 'খাইবার পাস' (Khaibar Pass 2022) চলবে ৬ মার্চ পর্যন্ত।
Published at : 06 Mar 2022 04:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
বিনোদনের
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
