এক্সপ্লোর
Anubrata Mondal : মুদির দোকান, মাছের ব্যবসা থেকে দোর্দণ্ডপ্রতাপ নেতা, কোন পথে হেঁটে উত্থান অনুব্রতর?
অনুব্রত মণ্ডলের জীবন বর্ণময়। তিনি লুঙ্গি-চটি পরে ট্রেডমিলে হাঁটতেন। সকালে উঠে নিয়মিত পুজো করতেন। আবার বিরোধীদের নিয়মিত হুমকি-হুঁশিয়ারিও দিতেন।

মুদির দোকান, মাছের ব্যবসা থেকে দোর্দণ্ডপ্রতাপ নেতা, কোন পথে হেঁটে উত্থান অনুব্রতর?
1/10

মুদির দোকান, মাছের ব্যবসা থেকে, বীরভূমে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা। রাজনীতিতে অনুব্রত মণ্ডলের উত্থান চমকপ্রদ! বৃহস্পতিবার সেই অনুব্রত মণ্ডলকে, গরু পাচার মামলায়, নাটকীয়ভাবে গ্রেফতার করল সিবিআই।
2/10

অনুব্রত মণ্ডলের জীবন বর্ণময়। তিনি লুঙ্গি-চটি পরে ট্রেডমিলে হাঁটতেন। সকালে উঠে নিয়মিত পুজো করতেন। আবার বিরোধীদের নিয়মিত হুমকি-হুঁশিয়ারিও দিতেন।
3/10

বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের উত্থান চমকপ্রদ! মুদির দোকান, মাছের ব্যবসা, গ্রিলের কারখানা, থেকে জেলা রাজনীতির সর্বময় নেতা হয়ে ওঠা।
4/10

৩ ভাইয়ের মধ্যে অনুব্রত মণ্ডল ছিলেন মেজ। অষ্টম শ্রেণির পরে আর পড়াশোনা করেননি। নানুরের হাটসেরান্দি গ্রামে বাবার ছিল মুদির দোকান।
5/10

সঙ্গে ছিল গ্রিলের কারখানা ও মাছের ব্যবসা। সেই সব কাজই দেখাশোনা করতেন অনুব্রত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে ১৯৯৮ সালে যোগ দেন তৃণমূলে।
6/10

২০০৪ সাল থেকে অনুব্রত মণ্ডলই বীরভূম জেলা তৃণমূলের দায়িত্বে। এখন তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য তিনি।
7/10

রাজ্য গ্রাম উন্নয়ন পর্ষদ , রাজ্য সড়কগার যোজনা এবং ময়ূরাক্ষী কটন মিলের সভাপতি তিনি।
8/10

বিয়ে করেছিলেন ৩০ বছর বয়সে । ৪ বছর আগে স্ত্রী বিয়োগ হয়েছে। তার আগে মা। এক মেয়ে আছে ।
9/10

অনুব্রত সর্বক্ষণের রাজনীতিবিদ! আর সেইসঙ্গে সর্বক্ষণের সঙ্গী বিতর্কও । এবার তাঁকেই গরু পাচারকাণ্ডে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গেল সিবিআই।
10/10

কী হবে তাঁর ভবিষ্যৎ ? পার্টি কি তাঁর প্রতি কড়া হবে ? নাকি পাশে দাঁড়াবে ? উত্তর দেবে সময় !
Published at : 12 Aug 2022 03:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
